৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০৩


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি

বাংলা পাঠ্য বইয়ের শূণ্যস্থান অনুশীলন

পাঠ -০৩

৬১. এদেশের কৃষক ......................... জীবনযাপন করে।

৬২. বাংলাদেশে অনেক .................. সন্ন্যাসী বাস করে।

৬৩. আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও .......................।

৬৪. এদেশে আগে এখনকার মতো টাকাপয়সা ছিল না। লোকে কেনা-বেচা করত .................... দিয়ে।

৬৫. মেলা থেকে বোনের জন্য ....................... একটা জামা কিনে আনব।

৬৬. জয়নুল আবেদিন ছিলেন একজন বড় মাপের চিত্র .............................।

৬৭. বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ........................... কলকাকলি।

৬৮. তার হাতের রান্না এমন .................... যে মুখেই তোলা যায় না।

৬৯. বৃদ্ধ লোকটি তার...................... সযতেœ একপাশে রেখে দিল।

৭০. লোকটির কাজের চাপ এত বেশি যে দম ফেলার ............... নেই।

৭১. তার সমস্ত শরীর ব্যথায় .................... করছে।

৭২. তারা দুজন ................. বন্ধু। ৭৩. গ্রামের মায়া ছেলেটিকে .................. বেঁধে রেখেছে।

৭৪. সন্তানের মৃত্যুতে তিনি ................... ধরে রাখতে পারলেন না।

৭৫. .......................... লোকটির ফাঁদে পা দিয়ে সে তার সবকিছু হারিয়েছে।

৭৬. রাসেল বয়সে ...................... হলেও সংসারের অনেক কাজে মাকে সাহায্য করে।

৭৭. লোকটিকে আমি কোথায় যেন দেখেছি, খুব ...................... মনে হচ্ছে।

৭৮. বিদ্যুৎ চলে যাওয়ায় চারদিকে .........................নেমে এলো।

৭৯. .................. বাড়ি, দুপুর রোদে দরজা, এঁটে সব ঘুম দিচ্ছে।

৮০. বরকে কি আপনি .................... বলেন?



৮১. একটা লোক ...................... জল জল করছে, তবু জল খেতে পায় না।

৮২. পথিক ক্লান্ত হয়ে অবশেষে .............. ওপর বসে পড়ল।

৮৩. নোংরা জলের কী আছে তা ................ করে বলা যাবে।

৮৪. ........................... লোকটিকে দেখলেই ভয় লাগে।

৮৫. ছোট ছোট ফুল হাওয়াতে ................. মাথা।

৮৬. সকালে সূর্যের ............... ততটা তীব্র হয় না।

৮৭. .................. বুকের ¯েœহ-কথাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে।

৮৮. আঁধার আকাশে .................. মিটিমিটি করে চায়।

৮৯. ফুল গাছে ফুল ......................।

৯০. .......................... বই পড়তে অনেক ভালো লাগে।

৯১. মা .................... দিয়ে আমাদের ভরে রাখেন।

৯২. পাহাড়পুর আমাদের দেশে অতি ...................... একটি বিহার।

৯৩. ক্রমে ক্রমে অনেক আশ্চর্য .................... পাওয়া যাচ্ছে উয়ারী-বটেশ্বরে।

৯৪. উয়ারী-বটেশ্বর বাংলাদেশের .................. নিদর্শন।

৯৫. পাহাড় ও পর্বতের মাঝে সমতল ভূমিকে বলে ..................।

৯৬. আমি জাদুঘর দেখ .......................... হয়ে গেলাম।

৯৭. পিতার.................. হাত রেখে পুত্র দোয়া চাইল।

৯৮. বর্ষাকালে প্রবল ................... বর্ষণ হয়।

৯৯. আগের দিনে হাতি-ঘোড়া চড়ে ....................... শিকারে যেতেন।

১০০. উজির বাদশাহকে .......... করলেন।

১০১. ...................... আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।

১০২. অন্যায়ের কাছে কখনো ...................নত করব না।

১০৩. তাঁর .................. বক্তৃতা শুনে তাঁকে অধ্যাপনা করার আমন্ত্রণ জানানো হয়।

১০৪. দেশের .................. করার জন্যই তিনি নিজ দেশে ফিরে আসেন।

১০৫. জগদীশচন্দ্র বসুর আশ্চর্য সব ............... দেখে আইনস্টাইন মুগ্ধ হয়ে গিয়েছিলেন।

১০৬. জগদীশচন্দ্র বসুর প্রতিটি আবিষ্কার বিজ্ঞানজগতে এক একটি ..................।

১০৭. জগদীশচন্দ্র বসুর ‘নিরুদ্দেশের কাহিনি’ বাংলা ভাষায় লেখা প্রথম বৈজ্ঞানিক ...................।

১০৮. ছেলেটি তেমন .................. নয়।

১০৯. মেঘ ডেকে আকাশে বিদ্যুৎ চমকে বাজ পড়লে অবাক .................... ভাবে।

১১০. ওর পড়াশোনার শুরু .....................।

৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০৪
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০২
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম