৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০৪


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি

বাংলা পাঠ্য বইয়ের শূণ্যস্থান অনুশীলন

পাঠ -০৪


১১১. প্রেসিডেন্সি কলেজে ........................ অধ্যাপক পদে যোগ দেন।

১১২. প্রতিবাদে তিনি দীর্ঘ তিন বছর বেতন না নিয়ে ................. পালন করেন।

১১৩. তিনি দেখিয়েছিলেন যে, উদ্ভিদ ও ................... মধ্যে অনেক মিল আছে।

১১৪. তিনি .................... তরঙ্গসৃষ্টি আবিষ্কার করেন।

১১৫. এলাকাটি এত ............................ যে গা ছমছম করে।

১১৬. নদীর ধারে .......................... দল বেঁধে উড়ে বেড়ায়।

১১৭. গ্রামের ছোট ছোট নদীগুলো দিয়ে মানুষ .................... করে নদী পারাপার হয়।

১১৮. নদীর দু ..................... প্রতিবছর মেলা বসে।

১১৯. নদীর তীরে বটগাছটি বর্ষাকালে মানুষ ................... হিসাবে ব্যবহার করে।

১২০. নদীর ধারে গজিয়ে ওঠা ................................... বাতাসে দুলতে থাকে।

১২১. দশম ...................হজের সময় এসে গেল।

১২২. তাঁদের ইচ্ছা নবিজি (স) সঙ্গে ................ পালন করবেন।

১২৩. ................. হযরত মুহাম্মদ (স) প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন।

১২৪. যাঁরা তাঁকে কখনও দেখেন নি তাঁরাও এই মহামানবকে একবার দেখার জন্য ...................... এলেন।

১২৫. ................. ময়দান থেকে লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হল, ‘হ্যাঁ, আপনি পেরেছেন।

১২৬. কোনো .................. যদি নিজের যোগ্যতায় আমির হয়, তবে তাকে মেনে চলবে।

১২৭. হোঁচট খেলে ..................... ঠেকানো দায়। 

১২৮. নদীর জল.................. হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়।

১২৯. পাহাড়ের গায়ে গর্ত থাকলে তাকে আমরা .................. বলি।

১৩০. আমরা ................... হাটঁতে পারি।

১৩১. .......................... একটি বড় দেশ।

১৩২. ঢাকা শহর গড়ে উঠেছে .................. কিন্তু চট্টগ্রাম শহর সে রকম নয়।

১৩৩. তখন আমিও পড়েছি...................... জয়প্রপাতের কথা।

১৩৪. জলপ্রপাত দেখার ............... একবার হয়েছিল।

১৩৫. একদিন ........... সঙ্গে গল্পের মজলিসে কথা উঠলো।

১৩৬. যে মাটির ওপর দিয়ে এই ............. নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করেই এক বিশাল .....................।

১৩৭. সরকারকে ....................... দেওয়া সকল নাগরিকের কর্তব্য।

১৩৮. বহু পূর্বে বাংলায় .................... এসে হানা দিত, মানুষ মারত, ধনসম্পদ লুট করত।

১৩৯. .......................পরাজিত করেই মুক্তি যোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিলেন।

১৪০. বিশ্বকাপ ফুটবল নিজ দলের .................... দেখে ছেলেটি আনন্দে নেচে উঠলো।

১৪২. একুশে ফেব্রুয়ারি আমরা .................. ব্যাচ পরে শহিদ মিনারে যাই।

১৪৩. ............................ হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব।

১৪৪. .....................নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না।

১৪৫. ......................... ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম।

১৪৬. যুদ্ধের সময় সমগ্র বাংলাদেশের মানুষ...................... হয়ে উঠেছিল।

১৪৭. আজ প্রায় বিশ বছর ধরে আনিস সাহেব .......................।

১৪৮. ......................... ছাড়া দেশ চালানো মুশকিল।

১৪৯. সৎলোকের ধনসম্পত্তির উপরে .................... থাকে না।

১৫০. পাকিন্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ................... করে।

১৫১. তিতুমীরের যখন জন্ম, তখন আমাদের বাংলাদেশেসহ পুরো ভারতবর্ষ ছিল......................।

১৫২. ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে চলতে দারুণ .......................।

১৫৩. তিনি লাঠিখেলা, তীর ছোঁড়া আর.................. শিখলেন্

১৫৪. সেকালে গ্রামে গ্রামে .............................. আর শরীরচর্চার ব্যায়াম হতো।

১৫৫. শহিদ হলেন অসংখ্য ................. বীর সৈনিক।

১৫৬. হাজার হাজার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তিনি তৈরি করলেন বাঁশের ................।

১৫৭. রুবা .................. হয়ে বলে, মা আমার গল্পটা বল।

১৫৮. সবাই আমগাছের নিচে বসে রেডিওতে .............. খবর শুনছে।

১৫৯. ঢাকা শহরে গত মধ্যরাতে ................... শুরু করেছে পাকিস্তানি সেনাবাহিনী।

১৬০. জসীমের মনে পড়ে কিছুদিন আগে ওরা ................ ৭ই মার্চের ভাষণ শুনছিল।

১৬১. বিকেলে বাজারে গেলে পাকিস্তানি ................. সামনে পড়ে যায় জসীম।

১৬২. রাতে ................... এলে তার জন্য ভাত রান্না করবে।

৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, গুরুত্বপূর্ণ শূণ্যস্থান - কবিতার পরের চরণ -০৫
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০৩
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম