৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০২


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি

বাংলা -শূণ্যস্থান -০২

৩১. খেলায় জিতে দর্শকেরা ..................... করে ফিরে যাচ্ছে।

৩২. টেবিলের ওপর ................. শিশিগুলো রাখা আছে।

***  .................... পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙ্গে গেল।

৩৩. ল্যান্সনায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা .....................।

৩৪. নিজের জীবনকে তুচ্ছ করে .................. সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন।

৩৫. ল্যান্সনায়েক মুন্সী আবদুল রউফ .................... সালের .............. সে ফরিদপুর জেলার বোলালমারি থানার সালামতপুর গ্রামের জন্মগ্রহণ করেন।

৩৬. খুলনা .......................... কাছেই চিরনিদ্রায় শায়িত আছেন বীরশ্রেষ্ঠ ...............।

৩৬. বাংরার সৌন্দর্য দেখে আমি .........................।

৩৮. গ্রীষ্মকালে ফলের .................. দেখা যায়।

৩৯. সাত ....................... তের নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।

৪০. ...................... ভেসে চলেছে পাল তোলা নৌকা।

৪১. রংধনুর ........................রং এ আকাশ রঙিন হয়েছে।

৪২. সকর মানুষের কণ্ঠে একই ..............................।

৪৩. এই যে .................. দেখছ, এসবই গ্রামের শিল্পীদের তৈরি।

৪৪. মাটির পুতুল আমার একটি ....................।

৪৫. মাটির তৈরি শিল্পকর্মকে .................. বলে।

৪৬. আমরা মেলা থেকে অনেক ................. কিনলাম।

৪৭. ......................... চেঁচামেচি করো না, সবাই ঘুমুচ্ছে।

৪৮. ভোর বেলাতেই পাখির ..................... শুনতে শুনতে আমার ঘুম ভাঙে।

৪৯. ........................... হাঁক দিচ্ছে-থালাবাসন চাই?

৫০. ........................... আমাদের শোনার ক্ষমতা কমিয়ে দেয়।

৫১. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় ...................।

৫২. দেশের ভিতরে .................... জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ।

৫৩. পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও .......................... মানুষদের ।

৫৪. মুক্তিযুদ্ধে শহিদরা মহান .......................... হিসাব চিরস্বরনীয়।

৫৫. পঁিচমে মার্চ রাতে পাকিস্তানি সেনারা ...................... হত্যা করে নিদ্রিত মানুষকে। ৫৬. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের ............... শিক্ষক।

৫৭. ............................... কিছু লোকজন যোগ দেয় ওইসব বাইনীতে।

৫৮. রাজকার বাহিনী এদেশের অনেক ...................... চিন্তাবিদদের হত্যা করে।

৫৯. ........................... অবস্থায় সংবাদ অফিসে শহিদ হন সেলিনা পারভীন।

৬০. দেশ.......................... হবার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়।

৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শূণ্যস্থান -০৩
Previus
গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ- বাংলা ব্যাকরণ
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম