দ্বিগু সমাস - বাংলা ব্যাকরণ


দ্বিগু সমাস

সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে।

দ্বিগু সমাস কখনো কখনো অ-কারান্ত হলে আ-কারান্ত বা ই-কারান্ত হয় এবং সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

যেমন- পঞ্চবটের সমাহার = পঞ্চবটি

নবরত্নের সমাহার = নবরত্ন

ত্রি পদের সমাহার = ত্রিপদী

পঞ্চনদীর সমাহার = পঞ্চনদ

ত্রিফলের সমাহার = ত্রিফলা

তিনপ্রান্তের সমাহার = তেপান্তর ইত্যাদি।

এরূফ ত্রিকাল, চৌরস্তা, তেমাথা, অষ্টধাতু, চর্তুরঙ্গ, ত্রিমোহিনী, তেরনদী, পঞ্চভ’ত, সাতসমুদ্র, শতাব্দী ইত্যাদি।

অব্যয়ীভাব সমাস - বিস্তারিত আলোচনা (বাংলা ব্যাকরণ)
Previus
বহুব্রীহি সমাস - বিস্তারিত আলোচনা (বাংলা ব্যাকরণ)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম