অব্যয়ীভাব সমাস - বিস্তারিত আলোচনা (বাংলা ব্যাকরণ)


অব্যয়ীভাব সমাস

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থেল প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।

যেমন- ভাতের অভাবে = হাভাত,

মরণ পর্যন্ত = আমরণ.

কূলের সমীপে = উপকূল।

অব্যয়ীভাব সমাসে অব্যয় পদটি সামীপ্য (নৈকট্য), বীপ্সা (পৌনঃপুনিকতা), অভাব, অতিক্রম, পশ্চাৎ, সাদৃশ্য, যোগ্যতা, পর্যন্ত ইত্যাদি অৃের্থ ব্যবহৃত হয়ে থাকে।

সামীপ্য [উপ] : কন্ঠের সমীপে = উপকন্ঠ,

বীপ্সা [পুনঃপুঃ] : দিন দিন = প্রতিদিন, ক্ষণ ক্ষণ = অনুক্ষণ।

অভাব : আমিষের অভাব = নিরামিষ, মিলের অভাব = গরমিল, হায়ার (লজ্জার) অভাব = বেহায়া।

অনতিক্রম : শক্তিকে অতিক্রম না করে = যথাশক্তি, সাধ্যকে অতিক্রম না করে = যথাসাধ্য, রীতিকে অতিক্রম না করে = যথারীতি পশ্চাৎ : পশ্চাৎ গমন = অগুগমন।

সাদৃশ্য : বনের সদৃশ = উপবন, শহরের সদৃশ = উপশহর, কথার সদৃশ = উপকথা, জেলার সদৃশ = উপজেলা।

পর্যন্ত : সমুদ্র পর্যন্ত = আসমুদ্র, জীবন পর্যন্ত = আজীবন।

অতিক্রান্ত : বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, শৃঙ্খলাকে অতিক্রান্ত = উচ্ছৃঙ্খল।

ঈষৎ : ঈষৎ নত = আনত, ঈষৎ রক্তিম = আরক্তিম। বিরোধ : বিরুদ্ধ বাদ = প্রতিবাধ, বিরুদ্ধ কূল = প্রতিকূল। দূরবর্তী অর্থে : অক্ষির অগোচরে = পরোক্ষ।

ক্ষুদ্র অর্থে (উপ) : উপগ্রহ, উপনদী।

পূর্ণ অর্থে (উপ) : পরিপূর্ণ, সম্পূর্ণ।

প্রতিনিধি অর্থে (প্রতি) : প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব।

প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) : প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব।

প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) : প্রতিপক্ষ, প্রত্যুত্তর।

প্রাদি সমাস ও নিত্য সমাস
Previus
দ্বিগু সমাস - বাংলা ব্যাকরণ
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম