অনুচ্ছেদ “জ্যোৎস্না রাত”


জ্যোৎস্না রাত

মেঘমুক্ত পরিষ্কার যে রাতে চাঁদ উজ্জ্বলভাবে আলো দেয় তা সাধারণত জ্যোৎস্না রাত হিসেবে পরিচিত। জ্যোৎস্না রাত একজন সৌন্দর্য পিপাসুর জন্য উল্লেখযোগ্য ঘটনা। এটি অত্যন্ত চমৎকার এবং মনোরম দৃশ্য উপহার দেয়। এটি অতি সুন্দর এবং আনন্দের রাত। জ্যোৎস্না রাতে চাঁদকে রুপার থালার মতো দেখায়। চাঁদ তার রুপালি আলোতে সারা পৃথিবীকে আলোকিত করে। দীপ্তিময় তারকারাজি চাঁগেদর চারদিকে মিটমিট করে। নদ-নদী, মহাসাগর, খাল-বিল এবং পুকুরগুলো মনে হয় উজ্জ্বল চাঁদের আলোতে হাসে। গাছপালা এবং লতাপাতাগুলো উজ্জ্বল ও দীপ্তিময় মনে হয়। বাগানে ফুলগুলো মুক্তার মতো চকচক করে। পশুরা ঘর থেকে বের হয়ে এদিক - ওদিক ছুটে বেড়ায়। জ্যোৎস্না রাতে শহরবাসী এবং গ্রামবাসী নিজেদের মধ্যে আনন্দ , গল্প-গুজব করে, নদী এবং সমুদ্র উপকূল বেড়িয়ে এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্থান ভ্রমণ করে আনন্দমুখর কিছু সময় কাটায়। আমাদেরকে পরীর দেশে এবং কল্পপুরীতে নিয়ে যাওয়ার মতো এক জাদুকরী শক্তি রয়েছে এ রাতের। জ্যোৎস্না রাত সব ভাষাভাষী কবিদেরকে এ প্রশংসা করতে উদ্দীপ্ত করে। এটি রাতের বিষন্নতা দূর করে এবং আমাদের হৃদয়কে পুলকিত করে। এটি প্রকৃতিপ্রেমী মানুষের জন্য আনন্দ ও বিনোদনের একটি চমৎকার উৎস। তবে বিস্তৃত খোলা প্রান্তরে মায়াভরা জ্যোৎস্নার আলোতে কারো কারো মন অজানা ও অব্যক্ত হাহাকারেও পূর্ণ হয়। প্রকৃতির এই অপার সৌন্দর্য বড়ই রহস্যময়।

অনুচ্ছেদ “আমার দেশ”
Previus
অনুচ্ছেদ “বৃক্ষরোপণ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম