অনুচ্ছেদ “আমার দেশ”


আমার দেশ

আমার দেশ বাংলাদেশ। এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি ক্ষুদ্র কন্তিু জনবহুল দেশ। এটি দুবার স্বাধীনতা অর্জন করে। ১৯৪৭ সালে ব্রিটেন থেকে একবার এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে আরেকবার। ঢাকা এদেশের রাজধানী। আমাদের দেশে ষোলো কোটিরও বেশি লোক বসবাস করে। তাদের অধিকাংশই মুসলমান। অন্যরা হচ্ছে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। এ দেশের অধিকাংশ লোক কৃষক। অবশিষ্ট লোকজন ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী ইত্যাদি। সকল সম্প্রদায়ের লোকেরা এখানে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে। পুরুষদের জাতীয় পোশাক পাজামা ও পাঞ্জাবি এবং মেয়েদের শাড়ি। আমাদের দেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলো হচ্ছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এটি নদীমাতৃক দেশ। পদ্মা, মেঘনা ও যমুনা হচ্ছে আমাদের উষ্ণ ও আর্দ্র এবং ভূমি সমতল ও উর্বর। তাই প্রতিবছর এখানে প্রচুর ফসল জন্মে। ধান, চা, পাট, গম ইত্যাদি হচ্ছে আমাদের প্রধান ফসল। বাংলাদেশ একটি রীতিনীতিপূর্ণ ও ঐতিহ্যবহুল দেশ। কেননা, এখানে বসবাসরত প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব রীতিনীতি রয়েছে। যেমন মসলমানদের ঈদ, হিন্দুদের পূজাপার্বণ, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা ও খ্রিস্টারদের বড়দিন। আমাদের সংস্কৃতির একটি বড় অনুষ্ঠানের নাম বাংলা নববর্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাঙালি পহেলা বৈশাখের এ উৎসবে অংশগ্রহণ করে থাকে। বাংলাদেশ একটি প্রাকৃতিক সৌন্দর্যেরও দেশ, আর এ প্রাকৃতিক সৌন্দর্যই আমাদের অহংকার আমরা আমাদের দেশকে নিয়ে সত্রিকারভাবেই গর্বিত।

অনুচ্ছেদ “একজন কৃষক”
Previus
অনুচ্ছেদ “জ্যোৎস্না রাত”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম