অনুচ্ছেদ “একজন কৃষক”


একজন কৃষক

কৃষক হলো এমন একজন ব্যক্তি যে জমি চাষ করে এবং ফসল ফলায়। সে আমাদের সমাজের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণত সে গ্রামে বাস করে। তার ঘর সাধারণত ঢেউটিন বা খড়ের তৈরি। একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করে। সে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা উপার্জন করে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে উঠে সামান্য নাস্তা করে কাঠের লাঙল এবং এক জোড়া গরু নিয়ে মাঠে যায়। হাতে তৈরি সাধারণ যন্ত্রপাতি দিয়ে জমি চাষ করে। মাঝে মাঝে সে এতটা ব্যস্ত থাকে যে, দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি যাওয়ার সময় পায় না। তার জীবনে আনন্দ-বেদনা উভয়ই রয়েছে। যখন ফলন ভালো হয় তখন সে আনন্দ পায়। যখন তার ফসর খরা, বন্যা বা ঘুর্ণিঝড়ে নষ্ট হয় তখন সে কষ্ট পায়। একজন কৃষক কঠোর পরিশ্রম করে করেও সে তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারে না। সহজ ঋণের সুবিধা নিয়ে এবং তার যথাযথ ব্যবহারের মাধ্যমে সে তার অবস্থার উন্নতি করতে পারে। আমাদের সমাজে একজন কুষককে নিচু শ্রেণিভুক্ত হিসেবে ধরে নেওয়া হয়। কি›তু প্রকৃতপক্ষে একজন আদর্শ কৃষক দেশের সম্পদ। কৃষকই মূলত আমাদের অন্নের যোগান দেয়। দেশের অর্থনীতিতে সে যথেষ্ট অবদান রাখে। সমন্বিত পদক্ষেপ গ্রহনের মাধ্যমে আমরা তাদের সার্বিক অবস্থার উন্নয়ন সাধন করতে পারি। সরকারের উচিত কৃষকদের জীবনমানের উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা। কেননা, কৃষকের উন্নয়নের মধ্যেই নিহিত রয়েছে বাংলাদেশের প্রকৃত উন্নয়ন।

অনুচ্ছেদ “একজন রিকশাচালক”
Previus
অনুচ্ছেদ “আমার দেশ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম