অনুচ্ছেদ “বৃক্ষরোপণ”


বৃক্ষরোপণ

বৃক্ষরোপন হলো বেশি বেশি গাছ লাগানো। জীবনের জন্য গাছ খুবই গুরুত্বপূর্ণ । গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। আমাদের দৈনন্দিন জীবনে গাছ নানভাবে ব্যবহৃত হয়। বাঁচার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদেরকে এ অক্সিজেন সরবরাহ করে। এটি আমাদেরকে খদ্য ও ফল দেয়। ফল থেকে আমরা খ্যাদ্যপ্রাণ পাই। গাছ থেকে আমরা কাঠ পাই। এ কাঠ দিয়ে আমরা ঘর-বাড়ি, আসবাবপত্র , নৌকা, লঞ্চ, জাহাজ ইত্যাদি তৈরি করে থাকি। যদি নদী ও সমুদ্র তীরে গাছ রোপণ করা হয় তবে ভূমিক্ষয় রোধ করা যেতে পারে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। গাছ ছাড়া দেশ মরুভুমিতে পরিণত হয়। গাছের পাতা, মূল এবং ছাল থেকে অনেক ওষুধ তৈরি হয়। কিন্তু আমাদের দেশের মোট আয়তনের তুলনায় গাছপালা এবং বনভূমি অপর্যাপ্ত। অদিকন্তু, কিছু কুচক্রী লোক নিজেদের হীন স্বার্থ সিদ্ধির জন্য গাছপালা কেটে বন-জঙ্গল উজাড় করে ফেলছে। এই ধ্বংস আমাদের পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। আর পরিবেশের ভারসাম্য বিনষ্ট হলে আমাদের মতো পরভোজী প্রাণীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তাই সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত আশার কথা যে, বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় সরকার প্রতিবছর বৃক্ষরোপন অভিযান চলিয়ে যাচ্ছে। সরকারের সাথে আমাদেরকেও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

অনুচ্ছেদ “জ্যোৎস্না রাত”
Previus
অনুচ্ছেদ “হরতাল”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম