Translation (According to adjective)


Translation (According to adjective)

নিচের Adjective গুলো লক্ষ্য করঃ Table: 01
A few = অল্প সংখ্যক few = বলতে গেলে মোটেও না বা নেই বললেও চলে
Table: 02
a little = অল্প পরিমাণ little = বলতে গেলে মোটেও না বা নেই বললেও চলে the few = সেই কয়েকটি মাত্র (নির্দিষ্ট অর্থে) the little = সেইটুকু মাত্র (নির্দিষ্ট অর্থে) very few = অত্যন্ত কম সংখ্যক (few এর কাছাকাছি, জোর দিয়ে বলার জন্য ব্যবহৃত হয়) very little = অত্যন্ত কম পরিমাণ (little এর কাছাকাছি, জোর দেয়ার জন্য)
Table: 03
Some = কিছু সংখ্যক বা কিছু পরিমাণ No = মোটেও না (সংখ্যা বা পরিমাণ বুঝাতে) All = সবাই (সংখ্যা) বা সবটুকু (পরিমাণ) Many  = অনেকগুলো (সংখ্যক) Much = অনেক খানি (পরিমাণ)
১. এখানে আমার কয়েকজন বন্ধু আছে –– I have a few (or, some) friends here. ২. এখানে বলতে গেলে আমার কোন বন্ধুই নেই –– I have few friends here. ৩. এই গ্লাসে সামান্য দুধ আছে –– There is some (or, little) milk in the glass. ৪. এই গ্লাসে কোন দুধ নেই –– There is no milk in the glass. ৫. এই গ্লাসে কোন দুধ নেই বললেও চলে –– There is little milk in this glass. ৬. এ ব্যপারে আমার সামান্য জ্ঞান আছে –– I have a little knowledge about it. ৭. এ বিষয়ে আমার অনেক জ্ঞান আছে –– I have much knowledge about it. ৮. এ বিষয়ে আমার খুব কম জ্ঞান আছে –– I have very little knowledge about it. ৯. সে আমাকে কম আশা দেয়নি –– He gave me not a little hope. ১০. অনেক কারণই আছে –– Many a reason is there. ১১। এই পাত্রে কোন পানি নেই = There is no water in the pot. ১২। এই বোতলে সামান্য দুধ আছে –– There is some (or, little) milk in the bottle. Table: 04
no fewer than = চেয়ে কম সংখ্যক নয় no less than = চেয়ে কম পরিমাণ নয় either = (দু’টির মধ্যে) যে কোনটি neither = (দু’টির মধ্যে) কোনটি নয় each = (নির্দিষ্ট সংখ্যক এর) প্রত্যেকটি every = (অনির্দিষ্ট সংখ্যক এর) প্রত্যেকটি
১৩। নদীর উভয় তীরে গাছ ছিল ––There were trees on either side of the river
ব্যাকরণ কী ও ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা
Previus
Translation (According to Degree)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম