ব্যাকরণ কী ও ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা


** ব্যাকরণ বলতে কী বুঝ? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা আলোচনা কর। ব্যাকরণঃ যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষন করা হয় এবং বিভিন্ন উপাদানের সর্ম্পক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে বাংলা ব্যাকরণ বলে।

ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাঃ প্রতিটি ভাষাই সুমার্জিত, সুপরিকল্পিত ও বিজ্ঞানসম্মত। ভাষাবিদ পন্ডিতেরা ভাষার নিয়ম কানুন ও রীতি নীতিকে যথার্থরুপে সুসংঘবদ্ধ করেছেন। তাই ব্যাকরণ কে বলা হয় ভাষার সংবিধান। কারণ ভাষার যাবতীয় উপাদানসমূহের বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ করে এর যাবতীয় নিয়ম বৈশিষ্ট্য ও স্বরুপ প্রকাশ করে থাকে। ব্যাকরণ পাঠ করা খুবই প্রয়োজন। ব্যাকরনের ভাষার গতি প্রকৃতি ও নিয়ম কানুনের বিশ্লেষণ করা হয়। ভাষার শুদ্ধতা রক্ষা ও শব্দ প্রয়োগের প্রকৃত ধারণা দেয় ব্যাকরণ । বাক্যের অন্তর্গত শব্দ, পদ প্রভৃতির বিশ্লেষণ, তাদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় , তাদের প্রয়োগ বা ব্যবহার পদ্ধতি প্রভৃতি ব্যাকরণের আলোচ্য বিষয়। সাহিত্য সৃষ্টিতে ছন্দ অলংকারের যথাযথ প্রয়োগের মাধ্যমে ভাষাকে প্রাণবন্ত করে তুলতে ব্যাকরণের বিকল্প নেই। অতএব ভাষা শুদ্ধরুপে লিখতে, পড়তে ও বলতে এবং ভাষার দক্ষতা অর্জন করতে ব্যাকরণ পাঠ অপরিহার্য।  

বাংলা ব্যাকরণ-প্রাথমিক আলোচনা
Previus
Translation (According to adjective)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম