পরীক্ষায় ভালো করার কিছু গুরুত্বপূর্ণ কৌশল.....


পরীক্ষায় ভালো করার  কৌশলঃ-

পরীক্ষা নিয়ে কিছুটা চিন্তা থাকাটাই স্বাভাবিক ব্যাপার। এই চিন্তাই পরীক্ষায় ভালো করতে সহায়তা করে । পরীক্ষা নিয়ে যার কোনো ভাবনাই নেই তার প্রস্তুতিতে যথেষ্ট সমস্যা থেকে যায়। পড়ালেখা থাকলে সেখানে পরীক্ষা থাকবে এটাই স্বাভাবিক। এর থেকে বাঁচার কোন উপায় নেই। আর তাই পরীক্ষায় ভাল ফলাফল করতে কে না চায়? শুধু সারাদিন পড়াশুনা করলেই ফলাফল ভালো করা সম্ভব হয় না । এর জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষায় ভালো করার নয়টি কৌশল নিচে আলোচনা করছিঃ- ১ । পড়াগুলোকে সাজিয়ে পড়াঃ পড়াশুনা সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করতে হবে। মনের মধ্যে পরীক্ষার ভয় রাখা যাবে না। পড়াগুলোকে নিজের মতো করে সাজাতে হবে। পরীক্ষার রুটিন অনুযায়ী কোনদিন কি পড়ব তা আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে। এতে পড়তে সুবিধা হয়, পড়া মনে থাকেও বেশি। ৭. মুখস্ত করে তারপর না দেখে লেখার অভ্যাস করাঃ  বলা হয়ে থাকে, “দশবার পড়ার চেয়ে একবার লেখা উত্তম।” আমরা যা পড়ি তা কখনোই পুরোপুরি মনে থাকে না। পরীক্ষার খাতায় হুবহু নির্ভুল লেখা তাই অনেক সময়ই সম্ভব হয়ে উঠে না। কিন্তু পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার অন্যতম শর্ত হচ্ছে নির্ভুল লেখা। পরীক্ষায় নির্ভুল লেখার জন্য পড়ার পরে না দেখে লেখার অভ্যাস করলে ভালো ফল পাওয়া যায়। কোন কিছু পড়ার পর তা না দেখে লিখলে ভুলগুলো সহজেই ধরা যায় এবং পরবর্তীতে সেই ভুল হবার সম্ভাবনা কমে যায়। সুতরাং না দেখে লেখার অভ্যাস করতে হবে। ৬. ভুল থেকে শেখাঃ  ভুল করে মানষ শিখবে আর এটাই স্বাভাবিক। ভুল করে শেখা জিনিস অনেকদিন মনে থাকে। তাই ‘কোথায় ভুল হচ্ছে? কেন ভুল হচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। এগুলো সমাধান করলেই পরীক্ষায় ভালো করার হার অনেক গুণ বেড়ে যাবে। ৫. গ্রুপ স্টাডি করাঃ  ভাল ফলাফল করার জন্য গ্রুপ স্টাডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন বিষয় একসাথে গ্রুপ করে পড়লে সেই বিষয়ের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা স্পষ্ট হয়। এতে করে পড়াগুলো আয়ত্ত করা যেমন সহজ হয়, তেমনি আলোচনার মাধ্যমে জটিল বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা লাভ করা যায়। গ্রুপ স্টাডি করার ফলে শেখার প্রতি আগ্রহও বাড়ে। ৬। ক্লাসে শিক্ষকের লেকচার ফলো করাঃ  ক্লাসে নিয়মিত উপস্থিত হতে হবে ও মনোযোগ দিয়ে লেকচার শুনতে হবে। কেননা পরীক্ষায় কি আসবে বা কি আসতে পারে তা নিয়ে শিক্ষকরা ক্লাসেই কিছু না কিছু ধারণা দিয়ে থাকেন। এছাড়া কঠিন বিষয়গুলো ক্লাসেই শিক্ষকের কাছ থেকে বুঝে নিলে তা অনেকদিন পর্যন্ত মনে থাকে। তাই নিয়মিত ক্লাস লেকচার ফলো করলে পরীক্ষার প্রস্তুতি নেয়া সহজ হয়। ৭। নিজের নোট নিজে তৈরী করাঃ  নোট করে পড়া ভাল ফলাফলের জন্য বেশ কার্যকর। ভাল নোট পাঠে মনোযোগ বাড়ায় এবং পাঠকে আকর্ষণীয় করে তুলে। তাছাড়া নোট করলে পরীক্ষার আগেই একবার বিষয়টি সম্পর্কে ধারণা লাভ করা যায়। এতে প্রস্তুতি নিতে বেশ সুবিধা হয়। ৮। মেমরি টেকনিক ব্যবহার করাঃ  কিছু কিছু বিষয় থাকে যা মুখস্ত করতেই হয়। সেক্ষেত্রে মেমরি টেকনিক ব্যবহার করা যেতে পারে। ছড়া দিয়ে অথবা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে পড়লে সেই পড়া মনে রাখা যায়। ৯।খাতায় সুন্দরভাবে উপস্থাপন করাঃ কথায় আছে, প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী। পরীক্ষার খাতায় সুন্দর হাতের লেখা এবং গোছানো উপস্থাপন শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে, যা অধিক নম্বর পেতে সহায়তা করে। প্রস্তুতি অনেক ভালো হবার পরও যদি তা খাতায় ঠিকমত উপস্থাপন করা না হয় তবে সেই প্রস্তুতির কোন মূল্য নেই। পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করাও এজন্য খুব গুরুত্বপূর্ণ।

শিক্ষনীয় গল্পঃ [বাবার ভালবাসা]
Previus
পড়া মনে রাখার কিছু কৌশল জেনে নাও...
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম