অনুচ্ছেদ “স্কুল গ্রন্থাগার”


স্কুল গ্রন্থাগার

গ্রন্থাগার হলো জ্ঞানের আধার। মানুষকে শারীরিক রোগ থেকে মুক্তির জন্য যেমন হাসপাতালে যেতে হয়, তেমনি মানসিক সুস্থতার জন্য প্রয়োজন গ্রন্থাগার । তাই পৃথিবীব্যাপী জাতীয়, সামাজিক , ব্যাক্তিগত প্রভূতি বিভিন্ন নামে গ্রন্থাগার গড়ে উঠেছে। স্কুল গ্রন্থাগার তন্মধ্যে একটি। স্কুলের যে কক্ষে শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত প্রয়োজনীয় বইয়ের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষার বই সংরক্ষিত থাকে, তাকে স্কুল গ্রন্থাগার বলে। এটি শিক্ষার্থীদের জ্ঞানের তৃষ্ণাকে নিবৃত্ত করতে সহায়তা করে। স্কুলের পাঠ্য বই ছাড়াও গ্রন্থাগারে বিভিন্ন বই থাকে যা শিক্ষার্থীর মনের সুপ্ত প্রতিভা জাগ্রত করে এবং মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে । সাধারণত প্রতিটি স্কুলেই একটি গ্রন্থাগার থাকে। এটি একটি পৃথক ভবনে কিংবা মূল ভবনেরই দেশের ইতিহাস এবং সংস্কৃতির উপরও কিছু দুর্লভ বই সংরক্ষণ করা হয়। ক্ষেত্রবিশেষ নামকরা সাহিত্যিক কিংবা লেকদের নামে পৃথক ডেস্ক থাকে। যেমন- রবীন্দ্র ডেস্ক, নজরুর ডেস্ক, শরৎ ডেস্ক ইত্যাদি। শুধু শিক্ষার্থীরাই গ্রন্থাগার থেকে বই পড়তে ও নিতে পারে। কোনো শিক্ষার্থী এক সাথে দুটি বা তিনটি বই নিতে পারে এবং এগুলো নির্দিষ্ট সময়ের জন্য বাড়িতে রাখতে পারে। কিন্তু পাঠকক্ষে সে যত খুশি বই পড়তে পারে। এটি সাধারণত ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। সর্বোপরি, একটি স্কুল গ্রন্থাগার স্কুলের অবিচ্ছেদ্য অংশ শিক্ষার্থীদের নিকট বিরাট আকর্ষণ।

অনুচ্ছেদ “সামাজিক যোগাযোগ মাধ্যম”
Previus
অনুচ্ছেদ “আমাদের স্কুলের গ্রন্থাগার”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম