অনুচ্ছেদ “আমাদের স্কুলের গ্রন্থাগার”


আমাদের স্কুলের গ্রন্থাগার

গ্রন্থাগার হচ্ছে জ্ঞানের ভান্ডার। এটি মানুষের জ্ঞানের অতৃপ্ত তৃষ্ণাকে তৃপ্ত করতে সহায়তা করে। গ্রন্থাগার একটি শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। কেননা, অর্থ শুধু মানুষকে স্বাভাবিক জীবন ধারণে সহায়তা করে কিন্তু গ্রন্থাগারের বই মানুষের মনুষ্যত্ব বিকাশে সহায়তা করে। আমাদের স্কুলে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। এটি একটি পৃথক ভবনে অস্থিত। আমাদের স্কুল গ্রন্থাগারটি সুসজ্জিত । এতে তিনটি বড় বড় কক্ষ রয়েছে। দুটি কক্ষ হলো পাঠকক্ষ। ছেলেমেয়েদের জন্যও পৃথক কক্ষ রয়েছে। অন্য কক্ষে আলমিরার মধ্যে বইগুলো সাজানো থাকে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, ইতিহাস, ঐতিহ্য, অনুবাদ, গল্প, কবিতা, উপন্যাসসহ সব ধরনের বই রয়েছে আমাদের গ্রন্থাগারে। এখানে বিভিন্ন ধরনের প্রায় ৫,০০০ বই আছে। সেগুলো আমাদের বিভিন্ন বিষয়ের সহায়ক বইয়ের অন্তর্ভুক্ত। এখানে ইতিহাস এবং সংস্কৃতির উপরও কিছু দুর্লভ বই রয়েছে। শুধু শিক্ষার্থীরাই গ্রন্থাগার থেকে বই পড়তে ও বাড়িতে নিতে পারে। এজন্য তাদের গ্রন্থাগার কার্ড দেওয়া হয়ে থাকে। আমাদের স্কুলের গ্রন্থাগারটি তত্ত্বাবধানের জন্য একজন গ্রন্থাগারিক রয়েছেন। একজন ছাত্র একসাথে দুটি বা তিনটি বই নিতে পারে এবং এগুলো এক সাপ্তাহের জন্য বাড়িতে রাখতে পারে। কিন্তু পাঠকক্ষে সে যত খুশি বই পড়তে পারে। এটি ছটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। আমাদের স্কুল গ্রন্থাগারটি আমাদের নিকট বিরাট আকর্ষণ। সব মিলিয়ে আমাদের স্কুলের গ্রন্থাগারটি একটি সমৃদ্ধ গ্রন্থাগার। সত্যিই আমরা এটির জন্য গর্বিত।

অনুচ্ছেদ “স্কুল গ্রন্থাগার”
Previus
অনুচ্ছেদ “নিয়মানুবর্তিতা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম