৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -পার্ট - ৩


৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি

বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ

শব্দার্থ (Part:03)


ড’ সিরিয়াল

ডনকুস্তি - বকডন দিয়ে শরীরচর্চা আর শারীরিক শক্তির পরীক্ষা।

ডিঙি - একধরনের নৌকা

ড্রিবলিং - এটা ফুটবল খেলার একটা কৌশল। 

ত’ সিরিয়াল

তট - নদীর তীর।

তটস্থ - ব্যতিব্যস্ত।

তারারা - আকাশের তারকারাজি।

তিরিক্ষি - খারাপ মেজাজ

তুলকালাম কান্ড- - এলাহি কান্ড-

তেষ্টা - তৃষ্ণা, পিপাসা। তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে।

দ’ সিরিয়াল

দাপটে - প্রবল প্রতাপের সঙ্গে।

দুর্গ - প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস।

দুর্ভেদ্য - যা কষ্টে ভেদ করা যায়।

দিগন্ত - প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়।

দ্রুত গতিতে - খুব তাড়াতাড়ি করে, জোরে যাওয়া।

দোলাই মাথা - মাথা নাড়াই

ধ’ সিরিয়াল

ধরা - পৃথিবী।

ন’ সিরিয়াল

নকশা - রেখা দিয়ে আঁকা ছবি। শখের হাঁড়ি, টেপা পুতুল বা পশুপাখির গায়ে গ্রামের কুমার শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন। এ ছবিগুলোই হলো নকশা

নিশিরাত - গভীর রাত্রি। মাঝ রাত

নির্জন - জনশূন্য স্থান

নিদর্শন - প্রমাণ, চিহ্ন বা উদাহরণ

নির্বিচারে - কোনো রকম বিচার বিবেচনা ছাড়া

নির্যাতিত - অন্যায়ের শিকার, নিপীড়িত

৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -০৪
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -পার্ট - ২
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম