৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -পার্ট - ২


বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ

শব্দার্থ (Part:02)

রাজউক কলেজ ভর্তি পরীক্ষা (যষ্ঠ শ্রেণি)


গ’ সিরিয়াল

  গপগপিয়ে - গপগপ করে। গণহত্যা - অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা। গহ্বর - গর্ত। গর্জে ওঠা - হুংকার দিয়ে ওঠা। গর্দান - ঘাড়, গলা গিরিডি - ভারতের ঝাড়খ- রাজ্যে অবস্থিত। এটি গিরিডিহ জেলার একটি প্রধান শহর। ১৮৭২ সালের আগে স্থানটি হাজারিবাগ জেলার মধ্যে ছিল। গেরস্ত - গৃহস্থ, সংসারী লাকে। গেরস্ত লোকের বহু কাজকর্ম থাকে।

ঘ’ সিরিয়াল

ঘোর - অত্যন্ত, অনেক বেশি, গভীর।

চ’ সিরিয়াল

চকাচকি - হাঁসজাতীয় পাখি। চরণ - পা। চিনচিন - অল্প অল্প ব্যথা বা জ্বালা বাঝোয় এমন শব্দ।

’ সিরিয়াল

জগৎ - পৃথিবী। জনপদ - যেখানে অনেক মানুষ এক সাথে বসবাস করে, লোকালয়, শহর। জেদি - একগুঁয়ে কোনো কাজ করতে বোঝানো।

’ সিরিয়াল

টনটন - যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি। টহল - পাহারা দেওয়া। টেপা পুতুল - কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের। ও নানা আকারের পুতুল তৈরি করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। তবে এসব মাটির পুতুলের হাত-পা বা জোড়াগুলো একটু ভিজে ভিজে মাটি দিয়ে যত্ন করে লাগাতে হয়। টেরাকোটা - ‘টেরা’ অর্থ মাটি, আর ‘কোটা’ অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত। টুকটুক - গাঢ়, সুন্দর। ট্রেনিং - কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া।
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -পার্ট - ৩
Previus
৬ষ্ঠ শ্রেণিতে রাজউক কলেজ ভর্তি, বাংলা গুরুত্বপূর্ণ শব্দার্থ -পার্ট - ১
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম