শব্দ (গঠনানুসারে) নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


শব্দ (গঠনানুসারে)

১। তদ্ভিত সাধিত শব্দটির নাম কী ?

ক) মৌলিক শব্দ

খ) যৌগিক শব্দ

গ) কৃদন্ত

ঘ) তদ্ধিতান্ত

উত্তরঃ ঘ) তদ্ধিতান্ত।

২। গঠনমূলক ভাবে শব্দগুলোকে কয়ভাগে ভাগ করা যায় ?

ক) দুইভাগে

খ) চারভাগে

গ) তিনভাগে

ঘ) পাঁচভাগে

উত্তরঃ ক) দুইভাগে

৩। কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?

ক) যৌগিক

খ) মৌলিক

গ) সাধিত

ঘ) রূঢ়

উত্তরঃ খ) মৌলিক।

৪। প্রত্যয় সাধিত শব্দ কোনটি ?

ক) সুশ্রী

খ) সফল

গ) জেলে

ঘ) মহাত্মা

উত্তরঃ গ) জেলে।

৫। সমাস সাধিত পদ কোনটি ?

ক) চাষি

খ) বোনাই

গ) মানব

ঘ) দম্পতি

উত্তরঃ ঘ) দম্পতি ।

৬। সাধিত শব্দগুলো সাধারণত-

ক) অর্থবাচক শব্দ

খ) স্ত্রী বাচক শব্দ

গ) পুরুষবাচক শব্দ

ঘ) দম্পতি

উত্তরঃ ক) অর্থবাচক শব্দ।

৭। মৌলিক শব্দ কোনটি ?

ক) গায়ক খ) গোলাপি

গ) গোলাপ

ঘ) হরিণ

উত্তরঃ গ) গোলাপ।

৮। যৌগিক শব্দ নয় কোনটি ?

ক) দৌহিত্র

খ) বাবুয়ানা

গ)কর্তব্য

ঘ) রাজপুত

উত্তরঃ ঘ) রাজপুত

৯। প্র + শাসন = প্রশাসন, এই শব্দটি গঠন অনুসারে-

ক) মৌলিক

খ) সাধিত

গ) যৌগিক

ঘ) যোগরূঢ়

উত্তরঃ খ) সাধিত।

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)
Previus
শব্দ (অর্থানুসারে) নৈর্ব্যক্তিক প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম