পুরুষ ও স্ত্রীবাচক শব্দ (নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর)


পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

১। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি ?

ক) অর্ধাঙ্গিনী

খ) রজকী

গ) সৎমা

ঘ) জেনানা

উত্তরঃ ক) অর্ধাঙ্গিনী।

২। বাংলা ব্যাকরণে কোন পদে সংস্কৃত লিঙ্গের নিয়ম অনুসরণ করে না ?

ক) বিশেষ্য

খ) বিশেষণ

গ) সর্বনাম

ঘ) অব্যয়

উত্তরঃ খ) বিশেষণ।

৩। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) কিশোরী

খ) নবীনা

গ) কুমারী

ঘ) পুস্তিকা

উত্তরঃ ঘ) পুস্তিকা।

৪। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) যোগিনী

খ) মালেকা

গ) হিমানী

ঘ) অধাঙ্গিনী

উত্তরঃ  ঘ) অধাঙ্গিনী

৫। ‘আনী’প্রত্যয়যোগে গঠিত স্ত্রী বাচক শব্দ নয় কোনটি?

ক) চাকরানী

খ) মাতুলানী

গ) হিমানী

ঘ) ধোপানী

উত্তরঃ ঘ) ধোপানী।

৬। পুরুষবাচক শব্দের শেষে ‘ঈ’ থাকলে স্ত্রীবাচক শব্দে ‘‘নী’’ হয় এবং ‘‘ঈ’’ ই এর উদাহরণ কোনটি ?

ক) নাপিতানী

খ) বাঘিনী

গ) ধোপানী

ঘ) অভিসারণী

উত্তরঃ ঘ) অভিসারণী।

৭। নিচের কোনটিতে বৃহদার্থে স্ত্রী প্রত্যয় যুক্ত হয়েছে?

ক) গীতিকা

খ) শূদ্রানী

গ) সিংহী

ঘ) অরণ্যানী

উত্তরঃ ঘ) অরণ্যানী।

৮। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) বিমাতা

খ) দুলহিন

গ) ঘোষজায়া

ঘ) মাতুলানী

উত্তরঃ খ) দুলহিন।

৯। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) বিমাতা

খ) দুলহিন

গ) ঘোষজায়া

ঘ) মাতুলানী

উত্তরঃ ক) বিমাতা।

১০। ‘সম্রাজ্ঞী’ কোন নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ ?

ক) বিশেষ নিয়মে

খ) স্বরবর্ণ যোগে

গ) সাধারণ নিয়মে

ঘ) নিত্য স্ত্রীবাচক

উত্তরঃ ক) বিশেষ নিয়মে।

১১। ক্ষুদ্রার্থে স্ত্রীীবাচক শব্দ কোনটি ?

ক) নবীনা

খ) মালিকা

গ) কনিষ্ঠা

ঘ) বালিকা

উত্তরঃ খ) মালিকা।

১২। কোন প্রত্যয়যোগে লিঙ্গান্তর করলে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে ?

ক) ঈনী

খ) নী

গ) আনী

ঘ) ইকা

উত্তরঃ গ) আনী।

১৩। কোনটি ‘নী’ প্রত্যয্ক্তু স্ত্রীবাচক শব্দ?

ক) বাঘিনী

খ) ধোপানী

গ) বামনী

ঘ) ভাগনী

উত্তরঃ খ) ধোপানী।

১৪। কোনটি বিদেশি স্ত্রীবাচক শব্দ নয় ?

ক) খানম

খ) জেনানা

গ) শিক্ষায়িত্রী

ঘ) মালেকা

উত্তরঃ গ) শিক্ষায়িত্রী।

১৫। নিত্য স্ত্রীবাচক শব্দের উদাহরণ কোনটি ?

ক) শ্রীমতি

খ) নর্তকী

গ) ষোড়শী

ঘ) সতীন

উত্তরঃ ঘ) সতীন।

১৬। নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ ?

ক) নবীনা

খ) কনিষ্ঠা

গ) নাটিকা

ঘ) বালিকা

উত্তরঃ গ) নাটিকা।

১৭্। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি ?

ক) জোনানা

খ) রজকী

গ) সপত্নী

ঘ) সৎমা

উত্তরঃ গ) সপত্নী।

১৮। কোনটির আগে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ যোগ করে পুরুষ বা স্ত্রী বাচক শব্দ গঠন করা যায়?

ক) কবি

খ) ঠাকুর

গ) ছেলে

ঘ) শিল্পি

উত্তরঃ গ) ছেলে।

১৯। ‘গীতিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রী লিঙ্গ ?

ক) সমার্থে

খ) বৃহদার্থে

গ) ক্ষুদ্রার্থে

ঘ) বিপরীতার্থে

উত্তরঃ গ) ক্ষুদ্রার্থে

২০। কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ নয়?

ক) ধাত্রী

খ) যুবতী

গ) সম্রাজ্ঞী

ঘ) গায়িকা

উত্তরঃ ঘ) গায়িকা।

২১। নিচের কোন শব্দটি ‘নী’ প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ নয় ?

ক) কামারনী

খ) ধোপানী

গ) ভাগনী

ঘ) মজুরনী

উত্তরঃ গ) ভাগনী।

২২। কোনটি পতি ও পত্নী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) দেবর-ননদ

খ) পাগল-পাগলিনী

গ) নন্দাই-ননদ

ঘ) ভাই-বোন

উত্তরঃ গ) নন্দাই-ননদ।

২৩। ‘নী’ স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি ?

ক) ননদিনী

খ) ডাক্তারনী

গ) চাকরানী

ঘ) ঠাকুরানী

উত্তর খ) ডাক্তারনী।

২৪। নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি ?

ক) বান্ধবী

খ) বিধাত্রী

গ) কুলটা

ঘ) বিরহিনী

উত্তরঃ গ) কুলটা।

২৫। কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ ?

ক) সতীন

খ) বিধাতা

গ) সপত্নী

ঘ) বিপত্নী উত্তরঃ

ক) সতীন।

২৬। ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

ক) সমার্থে

খ) বৃহদার্থে

গ) ক্ষুদ্রার্থে

ঘ) বিপরীতার্থে

উত্তরঃ গ) ক্ষুদ্রার্থে

২৭। কোনটির দুটি পুুরুষবাচক শব্দ আছে ?

ক) ননদ

খ) আয়া

গ) প্রিয়া

ঘ) শিষ্যা

উত্তরঃ ক) ননদ।

২৮। কোনটির লিঙ্গান্তর হয় না?

ক) বেয়াই

খ) সাহেব

গ) কবিরাজ/কৃতদার/কৃতদাস

ঘ) সঙ্গী উত্তরঃ

গ) কবিরাজ/কৃতদার/কৃতদাস।

২৯। শব্দে ব্যবহৃত ‘ইকা’প্রত্যয়গুলোর মধ্যে কোনটি স্ত্রী প্রত্যয় নয় ?

ক) সেবিকা

খ) গীতিকা

গ) বালিকা

ঘ) গায়িকা

উত্তরঃ খ) গীতিকা।

৩০। নিত্য পুরুষবাচক শব্দ কোনটি ?

ক) ঢাকী/ কৃতদার/ কবিরাজ

খ) গুরু গ) সতীন

ঘ) পিতা

উত্তরঃ ক) ঢাকী/ কৃতদার/ কবিরাজ

৩১। ‘ঈ’ প্রত্যয় যোগে সংস্কৃত স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) নাটিকা

খ) কিশোরী

গ) ঠাকুরানী

ঘ) কুমারনী

উত্তরঃ খ) কিশোরী

৩২। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?

ক) নেতা

খ) দাতা

গ) কবি

ঘ) বাদশা

উত্তরঃ গ) কবি

৩৩। কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ ?

ক) ছাত্রী

খ) দাদী/ চাচী/ মামী/জা

গ) আয়া

ঘ) সৎমা

উত্তরঃ খ) দাদী/ চাচী/ মামী/জা

৩৪। ‘আ’ প্রত্যয়ান্ত স্ত্রীবচক শব্দ কোনটি ?

ক) আধুনিকা

খ) অধ্যাপিকা

গ) কলিকা

ঘ) মলিনা

উত্তরঃ ঘ) মলিনা

৩৫। সংস্কৃত ভাষার ‘রজক’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) রজকি

খ) রজকী

গ) রজনিকা

ঘ) রজকাইন

উত্তরঃ খ) রজকী

৩৬। নিচের কোন শব্দটি কুল উপাধির ক্ষেত্রে স্ত্রীবাচকতা প্রকাশ করে ?

ক) ঘোষজায়া

খ) নায়িকা

গ) নর্তকী

ঘ) গায়িকা

উত্তরঃ ক) ঘোষজায়া

৩৭।সাধারণ অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) নানী

খ) দাদী

গ) শিক্ষিকা

ঘ) মামী

উত্তরঃ গ) শিক্ষিকা

৩৮। কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দে কোন কোন সময় অর্থের র্পাথক্য ঘটে? ক) আনী প্রত্যয়

খ) ঈনী প্রত্যয়

গ) আইন প্রত্যয়

ঘ) ইনি প্রত্যয়

উত্তরঃ ক) আনী প্রত্যয়

৩৯। সংস্কৃত স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?

ক) ভাগনী

খ) জেলেনী

গ) কিশোরী

ঘ) বাঘিনী

উত্তরঃ খ) জেলেনী

৪০। খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দে বিশেষণটি কেমন হয় ?

ক) স্ত্রীবাচক হয়

খ) পুরুষবাচক হয়

গ) নিত্য পুরুষবাচক হয়

ঘ) নিত্য স্ত্রীবাচক হয়

উত্তরঃ খ) পুরুষবাচক হয়

৪১। ‘মালা’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি ?

ক) মালিকা

খ) মালবিকা

গ) মালানী ঘ) মালিনী

উত্তরঃ ক) মালিকা

৪২। নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ ?

ক) মেধাবিনী

খ) মানবী

গ) সারী

ঘ) গরীয়সী

উত্তরঃ ঘ) গরীয়সী

৪৩। ‘কুলি’ শব্দের লিঙ্গান্তর কী হবে ?

ক) কামিনী

খ) কুলিনী

গ) কামিন

ঘ) কামীনি উত্তরঃ

গ) কামিন

৪৪। কোন পুরুষবাচক শব্দটির একাধিক স্ত্রীবাচক রূপ হয় ?

ক) হুজুর

খ) ঠাকুর

গ) রাজা

ঘ) কুমার

উত্তরঃ খ) ঠাকুর

৪৫। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক মব্দ কোনটি ?

ক) নর-নদী

খ) বালক-বালিকা

গ) দুঃখী-দুঃখিনী

ঘ) খান-খনম

উত্তরঃ ক) নর-নদী

৪৬। ‘কুমার’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) কুমোর

খ) কুমারনী

গ) স্ত্রী-কুমার

ঘ) কুমার পত্নী

উত্তরঃ খ) কুমারনী

৪৭। কোন প্রত্যয়টি যুক্ত হলে স্ত্রীবাচক শব্দে কখনো কখনো অবজ্ঞার ভাব প্রকাশ পায় ?

ক) আনী

খ) নী

গ) ইনী

ঘ) ঈ

উত্তরঃ খ) নী

৪৮। ‘মালী’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি ?

ক) মালা

খ) মালিকা

গ) মালীনী

ঘ) মালিনী

উত্তরঃ ঘ) মালিনী

৪৯। কোনটি বৃহদার্থক স্ত্রীবাচক শব্দ ?

ক) মাতুলানী

খ) অরণ্যানী

গ) ভিখারিনী

ঘ) কাঙ্গালিনী

উত্তরঃ খ) অরণ্যানী

৫০। বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) নেত্রী

খ) হিমানী

গ) অধ্যাপিকা

ঘ) মলিনা

উত্তরঃ ক) নেত্রী

৫১। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?

ক) জেলে

খ) বিদ্বান

গ) নানা

ঘ) কোকিল

উত্তরঃ খ) বিদ্বান

৫২। পুরুষবাচক শব্দের শেষে ‘ইয়াস’ থাকলে স্ত্রীবাচক শব্দে কী হয় ?

ক) ইয়ানী

খ) ইয়সী

গ) ঈয়সী

ঘ) ঈয়ানী

উত্তরঃ গ) ঈয়সী

৫৩। ‘ইনী’ স্ত্রী প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) জেলেনী

খ) চাকরানী

গ) কাঙালিনী

ঘ) ডাক্তারনী

উত্তরঃ গ) কাঙালিনী

৫৪। কোনটি ‘আনী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীলিঙ্গ ?

ক) গুনবতী

খ) কপোতী

গ) ঠাকুরানী

ঘ) জেলেনী

উত্তরঃ গ) ঠাকুরানী

৫৫। নিচের কোন পুরুষবাচক শব্দের দুটো স্ত্রী বাচক শব্দ রয়েছে ?

ক) খুড়ো

খ) খানম

গ) সতীন

ঘ) বন্ধু

উত্তরঃ ঘ) বন্ধু

৫৬। ‘শুক’ শব্দটির বিপরীত লিঙ্গ কোনটি ?

ক) সারী

খ) শাড়ী

গ) সাড়ী

ঘ) কোনোটিই নয়

উত্তরঃ ক) সারী

৫৭। কোনটি ‘নী’ প্রত্যয় যুক্ত স্ত্রীবাচক শব্দ ?

ক) ভিখারিনী

খ) কাঙালিনী

গ) গোয়ালিনী

ঘ) নাপিতানী

উত্তরঃ ক) ভিখারিনী

৫৮। ‘বেঙ্গমা’শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) বেঙ্গমী

খ) বেঙ্গমানী

গ) বেঙ্গামী

ঘ) বেঙ্গী

উত্তরঃ ক) বেঙ্গমী

৫৯। পুরুষবাচক শব্দ কোনটি ?

ক) রজকী

খ) বৈষ্ণবী

গ) মায়াবী

ঘ) শ্রোত্রী

উত্তরঃ গ) মায়াবী

৬০। কোন শব্দটি দ্বারা স্ত্রী ও পুরুষ দুটোই বোঝায়?

ক) নেত্রী

খ) শূদ্র

গ) গুরু

ঘ) পুস্তিকা

উত্তরঃ গ) গুরু

৬১। নিত্য স্ত্রী বাচক শব্দ কোনটি ?

ক) হুজুরাইন

খ) ঠাকরুন

গ) পাগলী

ঘ) ডাইনী

উত্তরঃ ঘ) ডাইনী

৬২। কোনটি পেশা অর্থে স্ত্রীবাচক শব্দ ?

ক) শিক্ষয়িত্রী / শিক্ষিকা

খ) জেলেনী

গ) বান্ধবী

ঘ) বন্ধু-পত্নী

উত্তরঃ ক) শিক্ষয়িত্রী / শিক্ষিকা

৬৩। ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) নবীনা

খ) মালিকা

গ) কনিষ্ঠা

ঘ) বালিকা

উত্তরঃ খ) মালিকা

৬৪। কোন শব্দটি পুরুষ ও স্ত্রী দুই বোঝায় ?

ক) সতীন

খ) সৎমা

গ) সন্তান

ঘ) সধবা

উত্তরঃ গ) সন্তান

৬৫। ‘ঘোষজা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

ক) কন্যা অর্থে

খ) পত্নী অর্থে

গ) জাতি অর্থে

ঘ) সাধারণ অর্থে

উত্তরঃ ক) কন্যা অর্থে

৬৬। কোনটি সঠিক ?

ক) কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়। যেমন-কবিরাজ

খ) বাংলা স্ত্রী বাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না

গ) কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়

ঘ) কতগুলো শব্দে শুধু স্ত্রীবাচক হয়। যেমন-ঢাকী

উত্তরঃ খ) বাংলা স্ত্রী বাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না

৬৭। কোনটি স্ত্রীবাচক শব্দ ?

ক) মায়াবী

খ) যোগী

গ) দুঃখী

ঘ) বৈষ্ণবী

উত্তরঃ ঘ) বৈষ্ণবী

৬৮। ‘বর’ এর স্ত্রীবাচক শব্দ কী ?

ক) মেয়ে

খ) দুলাইন

গ) দুলহিন

ঘ) কনে

উত্তরঃ ঘ) কনে

৬৯। কোনটি খাঁটি বাংলা স্ত্রীবাচক শব্দ ?

ক) সন্তান

খ) নবীনা

গ) রজকী

ঘ) বৌদি

উত্তরঃ ঘ) বৌদি

৭০। কোনটির স্ত্রীবাচক শব্দ হয় না ?

ক) শূদ্র

খ) চৌধুরী গ) কুলি

ঘ) কবিরাজ

উত্তরঃ ঘ) কবিরাজ

৭১। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচন শব্দ ?

ক) শূদ্রানী

খ) অরণ্যানী

গ) নাটিকা

ঘ) এয়ো

উত্তরঃ ঘ) এয়ো

৭২। ‘বিধান’ এর লিঙ্গান্তর কোনটি ?

ক) বিদ্বানী

খ) বিদ্যাবর্তী

গ) বিদ্বাত্রী

ঘ) বিদুষী

উত্তরঃ ঘ) বিদুষী

৭৩। পত্নীবাচক অর্থে স্ত্রীবাচক শব্দ কোনটি ?

ক) ননদ

খ) মুরগি

গ) খুকি

ঘ) জা

উত্তরঃ ঘ) জা

দ্বিরুক্ত শব্দ (নৈর্ব্যক্তিক প্রশ্ন)
Previus
শব্দ (গঠনানুসারে) নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম