ভাবসম্প্রসারণ “সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।”


সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।

মূলভাব: কর্মই মানুষকে মহৎ করে তোলে। এ জগতে অনেকে তাঁদের মহৎ কর্ম, ভালোবাসা ও অধ্যবসায় দ্বারা স্মরণীয় হয়ে রয়েছেন। মরেও তারা অমর। সম্প্রসারিত ভাব: অফুরন্ত সৌন্দর্যের ক্ষণস্থায়ী এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। ক্ষণস্থায়ী এ পৃথিবীতে মৃত্যু এক অনিবার্য সত্য। মৃত্যুর ধ্বংশলীলার মাধ্যমে মানুষের নিথর দেহের বিলুপ্তি ঘটলেও তার মহৎ কর্মের সুরভী কখনো শেষ হওয়ার নয়। তার এ মহৎ কর্ম যুগ থেকে যুগান্তরে ঘুরে বেড়ায় মহাকালের ঘূর্ণন চকায় । কাজেই মানুষ যদি যথার্থ কাজ করে যেতে পারে, তবে মৃত্যু তা নশ্বর দেহ নিশ্চিহ্ন করে দিলেও তার কর্মের সুফর ও খ্যাতির আলোকবর্তিকায় সমুজ্জ্বল হয়ে উঠে পার্থিব জগৎ। কর্মগণে তিনি চিরঞ্জীব হয়ে থাকেন মানুষের মণিকেঠায়। মানব মনের মন্দিরে প্রতিটি মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে। তাই কবি, সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বৈজ্ঞানিক , সমাজসেবী, রাষ্ট্রনায়ক প্রভৃতি প্রতিভাবান ব্যক্তিরা যুগ যুগ ধরে স্মরণীয় ও বরণীয় হয়ে রয়েছেন। পক্ষান্তরে, যারা নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন, সমাজ, দেশ ও জাতির মঙ্গলের জন্য কিছুই করেননি-মৃত্যুর সাখে সাথে মুছে গেছে তাদের নাম। কেউই তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে না। মন্তব্য: মানুষ বিচিত্র মনের অধিকারী । সবার জন্য যার হৃদয়ে প্রেম, পরর্থে যার জীবন উৎসর্গীকৃত তার জীবনই ধন্য, সার্থক।

ভাবসম্প্রসারণ “মিথ্য শুনিনি ভাই এই হৃদয়ে চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।”
Previus
ভাবসম্প্রসারণ “বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম