ভাবসম্প্রসারণ “বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।”


বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ এবং জীবনের সাথে সম্পর্কহীন বিদ্যা পঙ্গু।

মূলভাব: বিদ্যার মতো পরম ধন আর নেই । আমাদের সমগ্র অগ্রগতির মূল্য রয়েছে বিদ্যা। কিন্তু এ বিদ্যা যদি মানব জীবনের সাথে সম্পৃক্ত না হয়, তবে তা হয়ে পড়ে অর্থহীন। সম্প্রসারিত ভাব: বিদ্যা হচ্ছে জ্ঞানর্জন শলাকা। বিদ্যা তিমির বিদারী, বিদ্যা জ্ঞান-চক্ষুর উন্মোচক। বিদ্যা এনে দেয় যশ, কল্যাণ। বিদ্যা হলো গুরুর গুরু। মানবের অনির্দিষ্ট মূল বিদ্যা। হাদিসে আছে, “বিদ্যার মতো চক্ষু আর নেই, সত্যের চেয়ে বড় তপস্যা আর নেই” বিদ্বানেই কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। মোহের বশে যে বিদ্যা নামক পরম ধনের তপস্যা থেকে নিজেকে সরিয়ে রাখে তার মতো অভাজন পৃথিবীতে আর নেই। জলে-স্থলে-নভে আজ মানবের যে সাফল্য এর মূল্যে রয়েছে জীবনের সাথে সম্পর্কযুক্ত বিদ্যা। বিদ্যার দ্যুতি এমনই উজ্জ্বল যে, তার আলোকে সমস্ত অন্ধকার বিদূরিত হয়। প্রবাদে আছে, “স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে।” বিদ্বান ব্যক্তি সমস্ত বিশ্বের স¤পদ তবে, বিদ্যা নামক মহার্ঘতম বস্তুর যদি জীবনের সাথে সম্পৃক্ত না হয় তবে সে বিদ্যা অর্থহীন। বিদ্যান উদ্দেশ্য জীবনকে সফলতায়, প্রাণকে প্রাণময়তায় উদ্বেল করে তোলে। উদ্দেশ্যহীন বিদ্যা ব্যর্থ ও পঙ্গু। কবি বলেছেন -

“যার বিদ্যা নাই সে না জানো ভালোমান্দ, শিরে দুই চক্ষু আছে তথপি সে অন্ধ।”

মন্তব্য: আমাদেরকে অবশ্যই জ্ঞানার্জনের প্রচেষ্টা চালাতে হবে; আর তা হতে হবে জীবনের সাথে সম্পর্কিত বা জীবনঘনিষ্ঠ।
ভাবসম্প্রসারণ “সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন।”
Previus
ভাবসম্প্রসারণ “প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম