ভাবসম্প্রসারণ “যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে দেখিবে না আর নিশেিথ প্রদীপ ভাতি।”


যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে দেখিবে না আর নিশেিথ প্রদীপ ভাতি।

মূলভাব: যারা সুসময়ে বিনা প্রয়োজনে সম্পদের অব্যবহার করে , অতি প্রয়োজনেও খরচ করার মতো মামর্থ্য তাদের থাকে না। সম্প্রসারিত ভাব: দিনের বেলায় সূর্যালোকে সমস্ত বিশ্ব আলেকিত হয়ে থাকে। কাজেই তখন প্রদীপ জ্বালানোর কোনো প্রয়োজন হয় না। দিনের বেলা প্রদীপ জ্বালানো অপচয় ছাড়া কিছু নয়। কেউ যদি মনের খেয়ালে দিনের বেলায় মোমবাতি জ্বালানোর মতো অর্থের অপব্যয় করে, তাহলে সে অতি শিগগিরই অভাবগ্রস্ত হয়ে পড়বে। এমনকি রাতের অন্ধকারেও প্রয়োজনে প্রদীপ জ্বালনোর ক্ষমতা তা থাকবে না। তদ্রুপ, কোনো ব্যক্তি যদি কোনো সুসময়ে বিনা প্রয়োজনে অর্থের অপব্যবহার করে তার সঞ্চিত অর্থ শেষ করে ফেলে তাহলে তা অমিতব্যয়িতার কারণে সে অচিরেই দারিদ্র হয়ে পড়বে- অতি প্রয়োজনেও অর্থ ব্যয় করার ক্ষমতা তার আর থাকবে না। কেননা সম্পদ ও প্রাচুর্যের প্রয়োজনাতিরিক্ত ব্যবহার তথা অপচয় মানুষকে দ্রুত ঠেলে দেয় দৈন্য ও দুর্দশার দিকে। তার জীবনে ছেয়ে যাবে অমানিশার গাঢ় অন্ধকারে। মন্তব্য: পবিত্র কুরআনে বলা হয়েছে, “ অপব্যয়কারী শয়তানের ভাই।” সুতরাং প্রত্যেক ব্যক্তির মিতব্যয়ী হওয়া উচিত।

ভাবসম্প্রসারণ “যে মহে সে রহে।”
Previus
ভাবসম্প্রসারণ “অর্থই অনর্থের মূল।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম