ভাবসম্প্রসারণ “যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালেবাসি মোর ধরণীর প্রজাপতির পাখা।”


যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালেবাসি মোর ধরণীর প্রজাপতির পাখা।

মূলভাব: অলীক কল্পনায় গা ভাসিয়ে না দিয়ে তুচ্ছ বাস্তবের মাঝে স্বস্তির নীড় রচনা করাই শ্রেয়। সম্প্রসারিত ভাব: মানষ সহজাত প্রবৃত্তির বশে অজানাতে জানতে চায়, অজেয়কে জয় করতে চায় আর অধরাকে ধরতে চায়। তাই অধরা সৌন্দর্যের মাধুরী মানুষকে চিরকাল আকৃষ্ট ও মুগ্ধ করেছে। প্রতিনিয়ত সে অধরাকে নিয়ে কল্পনা ও স্বপ্ন বিলাসে মত্ত থেকেছে, বিভোর হয়েছে প্রত্যাশা আর আকাক্সক্ষায়। সুদূর আকাশের সুবিশাল ক্যানভাসে মেঘ - বৃষ্টি ও আলো-ছায়ার খেলায় সৃষ্টি ইন্দ্রধনুর অনুপম ও অনবদ্য বর্ণচ্ছাটা মর্তেও মানুষকে বিমোহিত করেছে। কিন্তু নিরন্তর প্রাণান্ত প্রচেষ্টার পরও সেই অপার সৌন্দর্য মানুষের ধারছোঁয়ার বাইরে থেকে গেছে। আকাশের ইন্দ্রধনু বা রংধনুর সৌন্দর্য যত মনোমুগ্ধ করই হোক না কেন, শেষ পর্যন্ত তা সুদূরের ক্ষণস্থয়ী এক প্রাকৃতিক সৌন্দর্য । বাস্তবের পৃতিবীতে তা চির অধরা। সুতরাং দেখা যায়, অপার্থিব বস্তুর সৌন্দর্য ও বর্ণিলতা যত হৃদয়গ্রাহী ও মনোলোভাই হোক না কেন, পার্থিব মানুষের জীবন বস্তবতার সাথে তার কোনো মিল নেই। তাই যে মানুষ দৈনন্দিক জীবন বাস্তবতার বন্ধুর পথ পরিক্রমায় সমৃদ্ধ আগামীর সফল পথ রচনা করতে চায়, তার কাছে অবাস্তব কল্পনা বিলাসের চেয়ে বাস্তবের তুচ্ছাতিত্চ্ছু বিষয়ও অনেক বেশি গুরুত্ববহ, অনেক বেশি কাম্য। অধরা সৌন্দর্য যত নান্দনিকই হোক না কেন, শেষ পর্যন্ত মানুষ বাস্তবের সৌন্দর্যকে গুরুত্ব না দিয়ে পারে না। বাস্তববাদী কবি নিজেও জানেন, রোমান্টিক স্বপ্ন চোখে নিয়ে অবাস্তব ও অধরার অপার সৌন্দর্য্যকে ঘিরে হয়তো ক্ষণিকার ভাবালুতায় নিমগ্ন হওয়া যায়, কি›তু বাসÍবের গতিশীল জীবনে তা নিতান্তই অর্থহীন। বরং কখনো তা বাস্তব জীবনকে হতাশায় মুষড়ে দেয়. করে দেয় স্থবির। মন্তব্য: বাস্তবতার ত্রিসীমায় অকস্থিত বস্তুর যথাযথ মূল্যয়ন করতে পারলে জীবন সার্থক হয়ে উঠে। পক্ষান্তরে, অবাস্তব ও অধরা বস্তুর আকাক্সক্ষায় নিমগ্ন উদাসীন মানুষ একসময় অতৃপ্তি ও হতাশায় ঘোলাজলে হাবুডুবু খেতে খেতে জীবন বাস্তবতাকে উপলব্ধি করে অস্তিত্ব বিদীর্ন করা চিৎকারে বলে উঠে।

“যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না”
ভাবসম্প্রসারণ “বলো মিথ্যা আপনার সুখ, মিথ্যা আপনার দুঃখ। স্বার্থমগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে।”
Previus
ভাবসম্প্রসারণ “চন্দ্র কহে ‘বিশ্ব আলো দিয়েছি ছড়ায়ে কলঙ্ক যা আছে তা আছে মোর গায়ে’।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম