ভাবসম্প্রসারণ “চন্দ্র কহে ‘বিশ্ব আলো দিয়েছি ছড়ায়ে কলঙ্ক যা আছে তা আছে মোর গায়ে’।”


চন্দ্র কহে ‘বিশ্ব আলো দিয়েছি ছড়ায়ে কলঙ্ক যা আছে তা আছে মোর গায়ে’।

মূলভাব: চাঁদ যেমন তার আলো দিয়ে পৃথিবীকে আলোকিত করে, তেমনি মহৎ ব্যক্তিগণ মানব সেবার নিজেদের উৎসর্গ করেন। সম্প্রসারিত ভাব: পৃথিবীর এক বিস্ময়কর উপগ্রহ চাঁদ। চাঁদ নিঃস্বার্থভাবে পৃথিবীতে আলোবিলায়। আর সে আলোয় আলোকিত হয় গোটা পৃথিবী, সৌন্দর্যে উদ্ভাসিত হয় চারদিক। চাঁদের এ উজাড় করা আলো বিকিরণ যেন ত্যাগেরই মহান শিক্ষা, আর চাঁদ যেন সেই ত্যাগেরই মূর্ত প্রতীক। পৃথিবীর মহৎ ব্যাক্তিদেরকে চাঁদের সাথে তুলনা করা যায়। চাঁদের আলোর ন্যায় তাঁরা তাঁদের গুন মাধুর্যে বিমোহিত করেন বিশ্ব বাসীকে । তাঁরা কখনো নিজের স্বার্থের কথা ভাবেন না। তাঁরা সব সময় উদারচরে অপরের হিত সাধনে ব্রতী থাকেন। আর এ পরহিত সাধনেই তাঁরা প্রকৃত সুখ খুঁজে পান। তাঁদের ব্যক্তিগত জীবনের দুঃখ , যন্ত্রণা নিন্দা ও কালিমা যদি কিছু থাকে আর বিন্দুমাত্র ও তাঁরা প্রকৃত সুখ খুঁজে পান। তাঁদের জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেন এবং মহৎ সাধনায় অনুপ্রাণিত করেন বিশ্বজনকে। হৃদয়ের বিশালতা দিয়ে এঁরা সকল ক্ষুদ্রতা, সকল সংকীর্ণতা জয় করেন। মানব সভ্যতার ইতিহাসে এর উজ্জ্বল দৃষ্টিান্ত হযরত মুহাম্মদ (সা.), শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, যিশুখ্রিস্ট, চৈতন্যদেব। মন্তব্য: মহৎ ব্যক্তিদের পদাঙ্ক অনুসরণ করে সকলেরই নিঃস্বার্থভাবে মানব সেবার আত্মনিয়োগ করা উচিত।

ভাবসম্প্রসারণ “যত বড় হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা, আমি ভালেবাসি মোর ধরণীর প্রজাপতির পাখা।”
Previus
ভাবসম্প্রসারণ “সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম