ভাবসম্প্রসারণ “বড় যদি হতে চাও ছোট হও তবে।”


বড় যদি হতে চাও ছোট হও তবে।

মূলভাব: মানুষ ইচ্ছে করলেই বড় হতে পারে না। বড় হতে হলে তাকে সদগুণের অধিকারী হতে হবে। সম্প্রসারিত ভাব: পৃথিবীতে সকলেই চায় বড় হতে, চায় নিজেকে সকলের মধ্যে বিশিষ্ট করে তুলতে। কিন্তু বড় হওয়া মোটেও সহজ কাজ নয়। বিনম্র-চিত্তে বিরামহীনভাবে সাধনা করে গেলেই বড় হওয়া সম্ভব। কি›তু পৃথিবীতে কতিপয় লোক আছে যারা বড় হওয়ার এই পথটিতে যেতে রাজি হয়। তার পরিবর্তে তারা নিজেদেরকে বড় হিসেবে জাহির করে বেড়ায়। এতে করে তারা বড় বলে স্বীকৃতি তো পায়ই না বরং সকলের কাছে তারা হীন এবং ক্ষুদ্র বলে পরিচিত হয়। প্রকৃতপক্ষে বড় হওয়ার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ছোট তথা বিনয়ী হওয়া। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ (সা.) বিনয় দ্বারাই মানুষের মন জয় করেছিলেন। বৌদ্ধ ধর্মের প্রবাদ পুরুষ গৌতম বুদ্ধ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী মুহাম্মদ মুহসীন প্রমুখ মনীবী বিনয় দ্বারাই সাধারণ মানুষের কাছ থেকে অকৃত্রিম ভালোবাসা অর্জন করেছিলেন। দুনিয়ার মানুষ তাইতো আজও তাঁদেরকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। এ কথা সত্য যে, সাধারণ মানুষের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কেউ বড় হতে পারেনি বা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারেনি। পরম প্রতাপশালী অহংকারী রাজা-বাদশাহরা ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। পৃথিবীর মানুষ ঘৃণাভরে তাদের নাম উচ্চারণ করে থাকে। তাই বড় হতে হলে স্পর্ধিত অহংবোধকে বিসর্জন দিয়ে নিজের ক্ষুদ্রতাকে স্বীকার করতে হবে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে যেমন সর্বনি¤œ ধাপটিতেই প্রথম পা রাখতে হয়, তেমনি বড় হতে গেলেও ছোট হতে হয়। তাহলেই একজন মানুষ প্রকৃত অর্থে বড় হয়ে উঠে এবং সকলে তাকে বরেণ্য বলে স্বীকার করে নেয়। মন্তব্য: ছোটকে উপেক্ষা করে বড় হওয়ার আশা করা দুরাশার শামিল। বড় হতে হলে অবশ্যই আগে ছোট হতে হবে।

ভাবসম্প্রসারণ “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।”
Previus
ভাবসম্প্রসারণ “ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম