ভাবসম্প্রসারণ “ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা।”


ধনী হয়ে গরিবের স্বপ্ন দেখা এক নতুন বিলাসিতা।

মূলভাব: ধনসম্পদ পাওয়ার মাঝেই ধনী ব্যক্তির তৃপ্তি। কিন্তু কোনোদিন সে যদি গরিব হওয়ার বাসনা পোষণ করে, তা হবে বিলাসিতারই নামান্তর। সম্প্রসারিত ভাব: ধনীদের সম্পদের মোহ অত্যন্ত বেশি। তারা যত পায় ততই চায়। সে কখনও বা কোনো কানণেও গরিব হতে চায় না। অর্থাৎ ধনী ব্যক্তির ধন আরো বৃদ্ধি হোক-এটাই তার একমাত্র কামনার বিষয়। ধনীরা গরিবের দুঃখ সহজে বুঝতে চায় না। বরং গরিবের সাথে প্রতারণার করে আরো সম্পদ বাড়াতে চায়। কোনো অবস্থাতেই সে তার সম্পদ হাতছাড়া করতে রাজি নয়। কোনো ধনী যদি দরিদ্রের জীবনযাপন করতে ইচ্ছা পোষণ করে, তবে তা বিলাসিতা বৈ কিছুই নায়। কেননা, কোনো ধনীই স্বেচ্ছায় দরিদ্রের বরণ করতে পারে না। ধনী তার অবস্থানে থেকে গরিবের বেশে চলবে বা গরিবের জন্য সমবেদনা জ্ঞাপন করবে এটা মানুষের স্বাভাবিক স্বভাব বহির্ভূত। ধনীনা বিলাসিতার স্রােতে গা ভাসাতে অভ্যস্ত। তাই ধনীদের অন্যাণ্য বিলাসিতার মতো গরিবের স্বপ্ন দেখানো এক ধরনের বিলাসিতা। মন্তব্য: মানুষের চাওয়ার অন্ত নেই। চাওয়াটাকে প্রাপ্তিতে পরিণত করাই তার একমাত্র কাম্য। কিন্তু কারো কারো ক্ষেত্রে তা অতিরঞ্জিতও বটে।

ভাবসম্প্রসারণ “বড় যদি হতে চাও ছোট হও তবে।”
Previus
ভাবসম্প্রসারণ “অভাব অল্প হলেও দুঃখও অল্প হয়ে থাকে।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম