ভাবসম্প্রসারণ “বিত্ত হতে চিত্ত বড়। অথবা, ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়।”


বিত্ত হতে চিত্ত বড়। অথবা,ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়।

মূলভাব: ধন থাকলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। ঐ ব্যক্তিই প্রকৃত মানুষ যার মন উদার। সম্প্রসারিত ভাব: মানব জীবনে অর্থ-সম্পদের আবশ্যকতা অনস্বীকার্য। কিন্তু এ অর্থ-সম্পদ যদি মানব কল্যাণে ব্যয়িত না হয়, তবে এ কোনো মূল্য নেই। এ জন্য সংকীর্ণমনা ব্যক্তিরা মহা সম্পদশালী হলেও স্মরণীয় বা বরনীয় হতে পারে না। আর্থের সেবা, দুঃখীর দুঃখ মোচন তথা মানব কল্যাণে তাদের অর্থ ব্যয় হয় না বলে সমাজে তাদের সমাদর ক্ষণস্থায়ী। বিত্তের বৈভাবে তারা সমাজে মাসয়িকভাবে সমাবৃত হলেও মানুষের মনে স্থায়ী আসন করে নিতে পারে না । তাদের সয়কীর্নতা ও অনুদারতা নিয়ে সবাই হাসি তামাশা করে। মৃত্যুর কিছুদিনের মধ্যেই এ পৃথিবী থেকে তাদের নাম চিরতরে বিলীন হয়ে যায়। নিজের লোকেরাও তাদের নাম স্মরণ করে না। পক্ষান্তরে, মানুষের মন এমন এক বস্তু যা মানুষকে অতি উচ্চাসনে নিয়ে যেতে পারে। যে হৃদয় মানব দরদি ও মানব হিতৈষী সেই হৃদয়অধিকারীকে দখেলে মানুষের মাথা আপনিই নত হয়ে আসে এবং তাদের অন্তর অপূর্ব ভক্তিরসে সিক্ত হয়। মানব কল্যাণে নিবেদিত প্রাণ হযরত মোহাম্মদ (সা.), বেগম রোকেয়, মাদার তেরেসার মতো আরও অনেকে মৃত্যুর পরও এই পৃথিবীতে অমর ও অনুকরণীয় হয়ে আছেন তাদের উদার মনমানসিকতার কারণেই। মন্তব্য: ধর্নাঢ্য ব্যক্তির চেয়ে মহৎ হৃদয়ের অধিকারীই প্রকৃত মানুষ।

ভাবসম্প্রসারণ “কাক ও কোকিল একই বর্ণ স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন।”
Previus
অনুচ্ছেদ “ই-মেইল”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম