ভাবসম্প্রসারণ “কাক ও কোকিল একই বর্ণ স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন।”


কাক ও কোকিল একই বর্ণ স্বরে কিন্তু ভিন্ন ভিন্ন।

মূলভাব: একই জগৎ পিতার সন্তান হলেও কর্মের কারণে মানুষের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। সম্প্রসারিত ভাব: বিশাল এ বিশ্বে বিচিত্র মানুষের কাজকর্মও বৈচিত্র্যময় পেশাগতভাবে মানুষের মধ্যে যে বিভিন্নতা সৃষ্টি হয় তা কমবেশি সবার কাছেই সুস্পষ্ট। কিন্তু দুর্নীতির দুষ্টচক্রে যারা আপনার আয়েশী জিন্দেগির ভিত রচনা করে তারা আমাদের মতো মানুষ হলেও তাদের কুকর্মের কারণে তারা সমাজ থেকে আলাদা। আমাদের কাছে, সমাজের কাছে তারা শ্রদ্ধার নয়, ঘৃণার পাত্র: পূজনীয় নয়, বর্জনীয়। কাক ও কোকিল উভয়েই পাখি, বর্ণও এক,সহজে পার্থক্যও পরিলক্ষিত হয় না। এজন্য আপন নিবাস বানাতে ব্যর্থ কোকিল কাকের বাসায় ডিম পাড়ে। আর সেই ডিমে তা দিয়ে কাক বাচ্চা ফুটায়। তখনও কাক কোকিলের বাচ্চাকে চিনতে পারে না। কিন্তু বাচ্চা একটু বড় হলে যখন তার ডাক শোনে তখনই তাকে চেনে এবং নিজের বাসা থেকে তাড়িয়ে দেয়। তেমনি সমসংখ্যক হাত, পা, চোখ ও কানবিশিষ্ট মানুষের মধ্যে চেহারার কিছুটা পার্থক্য থাকলেও দৈহিক অবয়ব প্রত্যেকের প্রায় একই। তাই বলে প্রত্যেকে স্বভাব-চরিত্রে একই রকম নয়। কেউ স্বার্থপর,কেউ পরার্থপরায়ণ। তন্মধ্যে পরার্থপরতা,পরেপকারিতা,সহনশীলতা ও মানবিকতা সুকুমার বৃত্তিগুলোতে যারা উদ্ভাসিত, মানব হৃদয়ে তাঁরাই সোনর হরফে লেখা নাম।’ আমজনতা তাঁদের তরেই উৎসর্গ করে অন্তরের শ্রদ্ধ-ভালোবাসা। পক্ষান্তরে, যারা মানুষের তথা সমাজের অনিষ্ট করে তাদের স্বরূপ চেনামাত্রই মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। মন্তব্য: সকল মানুষ আকৃতিতে এক হলেও প্রকৃতিতে ভিন্ন। ভালো-মন্দ,ন্যায়-অন্যায়, সৎ-অসৎ প্রভৃতি গুণসম্পন্ন মানুষেই সমন্বয়েই আমাদের সমাজ,সংসার। যে কাউকে তার স্বভাব ও আচরণের মাধ্যমেই চিনে নিতে হবে।

ভাবসম্প্রসারণ “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।”
Previus
ভাবসম্প্রসারণ “বিত্ত হতে চিত্ত বড়। অথবা, ধনের মানুষ অপেক্ষা মনের মানুষই বড়।”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম