বিদ্যুৎ বিভ্রাট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রের প্রকাশের উপযোগী পত্র


বিদ্যুৎ বিভ্রাট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র

বরাবর সম্পাদক ‘দৈনিক ইত্তেফাক’, ঢাকা। বিষয়ঃ সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত স্বনামধণ্য ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় নিম্ন লিখিত পত্রটি চিঠিপত্র কলামে জনস্বার্থে প্রকাশের ব্যবস্থ্য নিতে অনুরোধ করছি। নিবেদক গাজী শরীফ

বিদ্যুৎ বিভ্রাট থেকে মুক্তি চাই

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার অন্তর্গত দাসপাড়া একটি জনবহুল গ্রাম। এ গ্রামে প্রায় পাঁচ হাজার লোক বাস করে। কয়েক বছর পূর্বে গ্রামটি বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হয়। এর ফলে গ্রামবাসী নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিল। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে বেশ কিছু কলকারখানাও গড়ে উঠে। কিন্তু পরিতাপের বিষয় এই যে, আজ পর্যন্ত এ এলাকাবাসী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত। মাসখানেক ধরে প্রতিদিন এখানে সাত-আটবার করে লোডশেডিং হচ্ছে। এর ফলে এই এলাকায় স্থাপিত কারখানাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ভাপসা গরমেও দুপুর বেলায় দুই-আড়াই ঘন্টা বিদ্যুৎ থাকে না, আবার রাতেও কয়েকবার বিদ্যুৎ চলে যায়। ফলে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এ গ্রামে স্থাপিত স্বাস্থ্যকেন্দ্র থেকে চিকিৎসা নিতে দূরের রোগীরাও ভিড় করে। অনবরত লোডশেডিংয়ের ফলে তাদেও দূর্ভোগ চরমে উঠেছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের পড়াশুনারও দারুন ব্যাঘাত ঘটছে। ইতোপূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনো ফল হয়নি। এই অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। নিবেদক গাজী শরীফ দাসপাড়া গ্রামবাসীর পক্ষে।

গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র
Previus
পানীয় জলে আর্সেনিক দূষণে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম