বাচ্য- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


বাচ্য

১। বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে কী বলে ?

ক) বাচ্য

খ) উক্তি

গ) বাক্য

ঘ) ভাষা

উওরঃ ক) বাচ্য ২। ‘‘সুতি কাপড় অনেক দিন টেকে’’-এটি কোন বাচ্যের উদাহরণ ?

ক) ভাববাচ্য

খ) কর্মবাচ্য

গ) কতৃবাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ ঘ) কর্মকর্তৃবাচ্য

৩। ‘‘বাঁশি বাজে এ মধুর লগনে।’’-এটা কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্মকর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) কর্তৃবাচ্য

ঘ) ভাববাচ্য

উওরঃ ক) কর্মকর্তৃবাচ্য

৪। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কিসের প্রয়োজন হয় ?

ক) কর্তার ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী

খ) কর্মে ১মা এবং ক্রিয়া উওম পুরুষ

গ) কর্তার ৬ষ্ঠী বিভক্তির

ঘ) কর্তৃার ক্রিয়া অকর্মক

উওরঃ ক) কর্তার ১মা এবং ক্রিয়া কর্তা অনুযায়ী

৫। বাচ্য প্রধানত কয় প্রকার ?

ক) দুই

খ) তিন

গ) চার

ঘ) পাঁচ

উওরঃ খ) তিন

৬। কর্তৃবাচ্যের ক্রিয়া কী হলে কর্মবাচ্যে হয় না ?

ক) অকর্মক

খ) সকর্মক

গ) সমাপিকা

ঘ) অসমাপিকা

উওরঃ ক) অকর্মক

৭। কোন বাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয় ?

ক) কর্তৃবাচ্যে

খ) কর্মবাচ্যে

গ) ভাববাচ্যে

ঘ) কর্মকর্তৃবাচ্যে

উওরঃ ক) কর্তৃবাচ্যে

৮। ‘আমার যাওয়া হবে না’ এটি কোন বাচ্য ?

ক) কর্তৃ বাচ্য

খ) কর্মবাচ্যে

গ) ভাব বাচ্যে

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ গ) ভাব বাচ্যে

৯। কর্মবাচ্যের উদাহরণ কোনটি?

ক) স্থপতি ঈসা রুমীর তও¦াবধানে তাজমহন নির্মিতি হয়েছে

খ) আলেকজান্ডার পারস্যদেশ জয় করেন

গ) এবার একটি গান করা হোক

ঘ) হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেন

উওরঃ ক) স্থপতি ঈসা রুমীর তও¦াবধানে তাজমহন নির্মিতি হয়েছে

১০। তোমাকে হাঁটতে হবে।-কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) কর্মকর্তৃবাচ্য

ঘ) ভাববাচ্য

উওরঃ ঘ) ভাববাচ্য

১১। খোদাতায়ালা বিশ^জগৎ সৃষ্টি করেছেন’’-এটি কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্তৃবাচ্যের

খ) কর্মকর্তৃবাচ্যের

গ) ভাববাচ্যের

ঘ) কর্মবাচ্যের

উওরঃ ক) কর্তৃবাচ্যের

১২। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তির কর্তার কোন বিভক্তি হয় ?

ক) ষষ্ঠী

খ) তৃতীয়া

গ) দ্বিতীয়া

ঘ) প্রথমা

উওরঃ ঘ) প্রথমা

১৩। এ পথে চলা যায় না’-কোন বাচ্যের উদাহরণ ?

ক) ভাববাচ্য

খ) কর্মকর্তৃবাচ্য

গ) কর্তৃবাচ্য

ঘ) কর্মবাচ্য

উওরঃ ক) ভাববাচ্য

১৪। আসামিকে জরিমানা করা হয়েছে। কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্তৃবাচ্যের

খ) কর্মকর্তৃবাচ্যের

গ) ভাববাচ্যের

ঘ) কর্মবাচ্যের

উওরঃ ঘ) কর্মবাচ্যের

১৫। কোন গুচ্ছটি ভাববাচ্য বিশেষ্যের অন্তর্ভূক্ত ?

ক) গমন, দর্শন, তারল্য

খ) সৌরভ, সুখ, দর্শন

গ)ভোজন, গমন, দর্শন

ঘ) শয়ন, স্বাস্থ্য, মধূরতা

উওরঃ গ)ভোজন, গমন, দর্শন

১৬। কলমটি মন্দ লেখে না। এটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ ঘ) কর্মকর্তৃবাচ্য

১৭। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তর করতে হলে, কর্তায় কোন বিভক্তি হয়?

ক) প্রথমা

খ) দ্বিতীয়া

গ) তৃতীয়া

ঘ) ষষ্ঠী

উওরঃ ক) প্রথমা

১৮। কোন বাচ্যে কর্তা এবং কর্ম কোনোটিরই প্রাধান্য থাকে না?

ক) ভাববাচ্যে

খ) কর্মবাচ্যে

গ) কর্তৃবাচ্যে

ঘ) কর্ম কর্তৃবাচ্যে

উওরঃ ক) ভাববাচ্যে

১৯। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ ?

ক) কেমন খাওয়া হয়েছে ?

খ) তোমরা কখন এলে ?

গ) তোমার নাম কী ?

ঘ) সে যেন আসে উওরঃ ক) কেমন খাওয়া হয়েছে ?

২০। ‘এবার একটি গান করা হোক।’-বাক্যটির কর্তৃবাচ্য হবে-

ক) একটি গান কর এবার

খ) এবার একটি গান কর

গ) এবার গান করা হোক

ঘ) এবার তুমি গান কর

উওরঃ খ) এবার একটি গান কর

২১। ‘সে যেন আসে’’-বাক্যটির ভাববাচ্য কী হবে?

ক) তার যেন আসা হয়

খ) তার আসা হয়েছে

গ) তার আসা হবে

ঘ) তাকে আসতে হবে

উওরঃ ক) তার যেন আসা হয়

২২। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ ?

ক) বাঁশি বাজে এ মধুর লগনে

খ) আমরা যাওয়া হবে না

গ) এ পথে চলা যায় না

ঘ) এবার ট্রেনে ওঠা যাক

উওরঃ ক) বাঁশি বাজে এ মধুর লগনে

২৩। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ ?

ক) কাজটা ভালো দেখায় না

খ) তোমাকেই ঢাকা যেতে হবে

গ) দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে

ঘ) বিদ্বানকে সকলেই শ্রদ্ধা করে

উওরঃ ক) কাজটা ভালো দেখায় না

২৪। ‘বিদ্বান সকলের দ্বারা আদৃত হন’ এটি কোন ধরনের বাচ্য ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ খ) কর্মবাচ্য

২৫। বিদ্বানকে সকলেই সম্মান করে-বাক্যটির কর্মবাচ্যে কী হবে ?

ক) সকল কর্তৃক বিদ্বান সম্মান হন

খ) বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন

গ) সকলের দ্বারা বিদ্বান সম্মান প্রাপ্ত হন

ঘ) বিদ্বান সকলের যারা সম্মান হন

উওরঃ খ) বিদ্বান সকলের দ্বারা সমাদৃত হন

২৬। দস্যুদল গৃহটি লুন্ঠন করেছে ’ এটি কোন ধরনরে বাচ্য?

ক) কর্মবাচ্য

খ) কর্তৃবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ খ) কর্তৃবাচ্য

২৭। ‘কোথায় থাকা হয়?’ এটি কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্মবাচ্যের

খ) কর্তৃবাচ্যের

গ) ভাববাচ্যের

ঘ) কর্তৃকর্ম বাচ্যের

উওরঃ গ) ভাববাচ্যের

২৮। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই প্রধারূপে প্রতীয়মান হয়, তাকে কোন বাচ্য বলে ?

ক) কর্মকর্তৃবাচ্য

খ) কর্মবাচ্যের

গ) ভাববাচ্য

ঘ) কর্তৃবাচ্য

উওরঃ গ) ভাববাচ্য

২৯। যে বাক্যে কর্মই কর্তৃস্থানীয় হয়ে বাক্যে গঠন করে থাকে,তাকে কোন বাচ্যের বাক্য বলে?

ক) কর্মবাচ্য

খ) ভাববাচ্য

গ) কর্মপ্রবচনীয় অব্যয়

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ গ) কর্মপ্রবচনীয় অব্যয়

৩০। এ পথে চলা যায় না’-বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্মবাচ্য খ) কর্মকর্তৃবাচ্য


গ) কর্তৃবাচ্য ঘ) ভাববাচ্য

উওরঃ ঘ) ভাববাচ্য

৩১। ‘তার যেন আসা হয়’এটি কোন বাচ্যের উদাহরণ?

ক) কর্তৃবাচ্য খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য


ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ গ) ভাববাচ্য

৩২। কোনটি ভাববাচ্যের বাক্য ?

ক) কাফেলা দস্যুদল কর্তৃক আক্রান্ত হলো

খ) আজ তার তোমার খাওয়া হবে না

গ) তুমি খেলে না কেন

ঘ) তোমাকে অনেকবার বলেছি

উওরঃ খ) আজ তার তোমার খাওয়া হবে না

৩৩। কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিণত করতে কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?

ক) প্রথমা বা শূণ্য

খ) দ্বিতীয়া

গ) তৃতীয়

ঘ) চতুর্থী

উওরঃ ক) প্রথমা ৩৪। কোন বাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষ হয় ?

ক) কর্মবাচ্যের

খ) ক্রিয়া কর্মবাচ্যের

গ) ভাববাচ্যের

ঘ) কর্ম কর্তৃবাচ্যের

উওরঃ গ) ভাববাচ্যের

৩৫। কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন বিভক্তি প্রয়োগ হয় ?

ক) প্রথমা খ) দ্বিতীয়া

গ) তৃতীয় ঘ) চতুর্থী

উওরঃ ক) প্রথমা

৩৬। কর্তৃবাচ্যের ক্রিয়া কাকে অনুসরণ করে?

ক) কর্মকে

খ) কর্তাকে

গ) ভাবকে

ঘ) অর্থকে

উওরঃ ক) কর্মকে

৩৭। কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বা বাচ্য বলে?

ক) কর্মবাচ্য

খ) কর্তৃবাচ্য


গ) ভাববাচ্য

ঘ) কর্তৃকর্মবাচ্য

উওরঃ খ) কর্তৃবাচ্য

৩৮।‘কাজটা ভালো দেখায় না।’ বাক্যটি কোন বাচ্য ?

ক)কর্মবাচ্য

খ) ভাববাচ্য

গ) কর্তৃবাচ্য

ঘ) কর্তৃকর্তৃবাচ্য

উওরঃ ঘ) কর্তৃকর্তৃবাচ্য

৩৯। কোনটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ ?

ক) মেলা বসেছে খ) আমার যাওয়া হবে না

গ) তুমি কবে আসছ

ঘ) সে বই পড়ে

উওরঃ ক) মেলা বসেছে

৪০। কোন বাচ্যের ক্রিয়াপদ সর্বদাই প্রথম পুরুষের হয় ?

ক) কর্তৃবাচ্যের

খ) কর্মবাচ্যের

গ) ভাববাচ্যের

ঘ) কর্মকর্তৃবাচ্যের

উওরঃ গ) ভাববাচ্যের

৪১। ‘সাইকেলটি দ্রুত যাচ্ছে’-এটি কোন বাচ্য ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্ম কতৃবাচ্য

উওরঃ ক) কর্তৃবাচ্য

৪২। ‘সে যেন আসে’এটি কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্তৃবাচ্য

খ) কর্মবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্ম-কর্তৃবাচ্য

উওরঃ ক) কর্তৃবাচ্য

৪৩। কর্তৃবাচ্যের কর্মে কোন বিভক্তি হয়?

ক) ২য়া

খ) শূণ্য ৬ষ্ঠী

ঘ) ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য

উওরঃ ঘ) ২য়া, ৬ষ্ঠী বা শূণ্য

৪৪। ‘হালাকু খাঁ বাগদাদ নগরী ধ্বংস করেন।’ এটা কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্মবাচ্য

খ) কর্তৃবাচ্য

গ) ভাববাচ্য

ঘ) কর্মকর্তৃবাচ্য

উওরঃ খ) কর্তৃবাচ্য

৪৫। ভাববাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে?

ক) প্রযোজক

খ) উওম পুরুষের

গ) দ্বিকর্মক

ঘ) প্রথম পুরুষের

উওরঃ ঘ) প্রথম পুরুষের

৪৬। কর্তৃবাচ্যের ক্রিয়া সর্বদা হয়ে থাকে ?

ক) প্রথমা

খ) দ্বিতীয়

গ) ষষ্ঠী

ঘ) তৃতীয়

উওরঃ গ) ষষ্ঠী

৪৭। ‘কোথা থেকে আসা হচ্ছে?’এটি কোন বাচ্য?

ক) কর্মবাচ্য

খ) কর্তৃবাচ্য

গ) কর্মকর্তৃবাচ্য

ঘ) ভাববাচ্য

উওরঃ ঘ) ভাববাচ্য

৪৮। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয় ?

ক) প্রথমা

খ) দ্বিতীয়া

গ) তৃতীয়

ঘ) ষষ্ঠী

উওরঃ গ) তৃতীয়

৪৯। বৃষ্টি কর্তৃক উপন্যাস পঠিত হচ্ছে।’’ এটি কোন বাচ্যের উদাহরণ ?

ক) কর্তৃবাচ্য

খ) ভাববাচ্য

গ) কর্মকতৃবাচ্য

ঘ) কর্মবাচ্য

উওরঃ ক) কর্তৃবাচ্য

৫০। কর্মবাচ্যে কর্তার কোন বিভক্তি হয় ? ক) প্রথমা

খ) তৃতীয়

গ) দ্বিতীয়া

ঘ) ষষ্ঠী

উওরঃ খ) তৃতীয়

৫১। ভাববাচ্যের কর্তার কোন বিভক্তি হয় ?

ক) ষষ্ঠী

খ) দ্বিতীয়া

গ) প্রথমা

ঘ) ষষ্ঠী বা দ্বিতীয়া

উওরঃ ঘ) ষষ্ঠী বা দ্বিতীয়া

৫২। কর্মবাচ্যে কর্মে কোন বিভক্তি হয় ?

ক) প্রথমা

খ) দ্বিতীয়া

গ) তৃতীয়া

ঘ) কখনো প্রথমা, কখনো দ্বিতীয়া

উওরঃ ক) প্রথমা

৫৩। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি ?

ক) কর্তার দ্বিতীয়া

খ) কর্মে দ্বিতীয়া

গ) করণে দ্বিতীয়া

ঘ) অধিকরণে দ্বিতীয়া

উওরঃ খ) কর্মে দ্বিতীয়া

৫৪। ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কর্তার কোন বিভক্তি হয় ?

ক) দ্বিতীয়া

খ) প্রথম

গ) তৃতীয়া

ঘ) ষষ্ঠী

উওরঃ খ) প্রথম ৫৫। ‘করিম পুস্তক পাঠ করছে।’ বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে হবে?

ক) পুস্তক করিম কর্তৃক পাঠ হচ্ছে।

খ) করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।

গ) পুস্তক কর্তৃক পঠিত হচ্ছে।

ঘ) তোমার কখন আসা হলো ?

উওরঃ খ) করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।

৫৬। তমি কখন এলে ? বাক্যটিতে ভাববাচ্যে পরিণত করলে কোনটি হবে ?

ক) তোমার দ্বারা কখন আসা হলো ?

খ) তুমি কখন আসা হলো ?

গ) তুমি দ্বারা কখন আসা হলো ?

ঘ) তোমার কখন আসা হলো ?

উওরঃ ঘ) তোমার কখন আসা হলো ?

উক্তি পরিবর্তন - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
সমার্থক শব্দ (প্রতিশব্দ) - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম