উক্তি পরিবর্তন - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


উক্তি পরিবর্তন

১। কোনো কথকের বাককর্মের নাম কী ?

ক) বাচ্য খ) বাগবিধি

গ) উক্তি

ঘ) প্রবাদ

উওরঃ গ) উক্তি

২। ‘গতকল্য’-এই কালসূচক শব্দটি পরোক্ষ উক্তিকে কী হবে?

ক) পরদিন

খ) আগেরদিন

গ) পূর্বদিন

ঘ) আগামীকাল

উওরঃ গ) পূর্বদিন


৩। প্রত্যক্ষ উক্তিতে চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিকে পরিবর্তন হয় না ?

ক) কর্তার

খ) ক্রিয়ার

গ) কালের

ঘ) পুরুষের

উওরঃ গ) কালের

৪। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কোনটির পরিবর্তন করতে হয়?

ক) ভাবের

খ) অর্থের

গ) সর্বনামের

ঘ) পুরুষের

উওরঃ গ) সর্বনামের

৫। কোনটি পরোক্ষ উক্তিতে ব্যবহৃত ?

ক) সেদিন

খ) গতকাল

গ) এখানে

ঘ) এখন

উওরঃ ক) সেদিন।

৬। প্রত্যেক্ষ উক্তিতে ‘এ’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হবে?

ক) ঐ


খ) তার

গ) সে


ঘ) ও

উওরঃ গ) সে

৭। শিক্ষক বললেন ‘‘তোমরা কি ছুটি চাও?’’ এর পরোক্ষ উক্তি কী হবে?

ক) শিক্ষক জানতে চাইলেন যে তোমরা কি ছুটি চাও

খ) আমরা ছুটি চাই কি না শিক্ষক তা জিজ্ঞাসা করলেন

গ) শিক্ষক জানতে চাইলেন আমরা কি ছুটি চাই

ঘ) আমরা চাই কিনা শিক্ষক প্রশ্ন করলেন

উওরঃ খ) আমরা ছুটি চাই কি না শিক্ষক তা জিজ্ঞাসা করলেন

৮। কোনো কিছু বলাকে কী বলে?

ক) বচন

খ) উক্তি

গ) প্রত্যয়

ঘ) বাক্য

উওরঃ খ) উক্তি

৯। তিনি বললেন যে বইটা তার দরকার। বাক্যটি কিসের উদাহরণ ?

ক) প্রত্যক্ষ উক্তির

খ) কর্মবাচ্যের

গ) কর্তৃবাচ্যের

ঘ) পরোক্ষ উক্তির

উওরঃ ঘ) পরোক্ষ উক্তির


১০। প্রত্যক্ষ উক্তিতে কোন পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় কালবাচক পদ কী অনুযায়ী পরিবর্তিত হয়?

ক) সর্বনাম

খ) ক্রিয়াপদ


গ) কাল

ঘ) অর্থ

উওরঃ ঘ) অর্থ

১১। পরোক্ষ উক্তিতে কোন ক্ষেত্রে ক্রিয়ার কাল অপরিবর্তিত থাকে?

ক) প্রশ্ন জিজ্ঞাসায়

খ) চিরন্তন সত্যের বর্ণনায়

গ) অনুজ্ঞাসূচক ভাবে

ঘ) আবেগ প্রকাশে

উওরঃ খ) চিরন্তন সত্যের বর্ণনায়

১২। বাবু বলিলেন, ‘‘বুঝেই উপেন এ জমি লইব কিনে’’-কোন উক্তি ?

ক) পরোক্ষ উক্তি খ) স্বগতোক্তি

গ) প্রত্যক্ষ উক্তি

ঘ) নির্দয় উক্তি

উওরঃ গ) প্রত্যক্ষ উক্তি

১৩। প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ পরিবর্তন করতে হলে প্রধান খন্ড বাক্যের ক্রিয়াকে কী অনুসারে পরিবর্তন করতে হয় ?

ক) ভাব অনুসারে

খ) বাচ্য অনুসারে

গ) অর্থ অনুসারে

ঘ) উক্তি অনুসারে

উওরঃ ক) ভাব অনুসারে

১৪। প্রত্যক্ষ উক্তির কালসূচক শব্দ ‘আগামীকাল’পরোক্ষ উক্তিতে কী হয়?

ক) আগের দিন

খ) পরদিন

গ) পূর্বদিন

ঘ) সেদিন

উওরঃ খ) পরদিন।

১৫। আমি আছি, ভয় কেন মা করো? কোন ধরনের উক্তি ?

ক) প্রশ্নবোধক

খ) পুনরুক্তি

গ) প্রত্যক্ষ

ঘ) পরোক্ষ

উওরঃ গ) প্রত্যক্ষ

১৬। শিক্ষক বললেন, ‘‘পৃথিবী গোলাকার।’’ এর পরোক্ষ উক্তি কোনটি হবে?

ক) শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার

খ) শিক্ষক বললেন, পৃথিবী গোলাকার

গ) শিক্ষক বললেন, পৃথিবী হয় গোলাকার

ঘ) শিক্ষক বললেন যে, গোলাকার এই পৃথিবী

উওরঃ ক) শিক্ষক বললেন যে, পৃথিবী গোলাকার

১৭। নিচের কোনটি পরোক্ষ উক্তি ?

ক) মিনা বলল যে তিনি বাড়ি গিয়েছেন

খ) সুমী বলল, আমি বাড়ি যাব

গ) শোভন বলল, কী সুন্দর দৃশ্য

ঘ) আল্লাহ তাকে দীর্ঘ জীবী করুক

উওরঃ ক) মিনা বলল যে তিনি বাড়ি গিয়েছেন

১৮। তিনি বললেন,‘‘দয়া করে ভিতরে আসুন ’’-এর উক্তি পরির্বতনের হবে-

ক) তিনি (আমাকে ) ভিতরে যেতে বললেন

খ) তিনি (আমাকে) ভিতরে উপদেশ দিলেন

গ) তিনি (আমাকে) ভিতরে আসতে নির্দের্শ দিলেন ঘ) তিনি (আমাকে) ভিতরে যেতে অনুরোধ করলেন

উওরঃ ঘ) তিনি (আমাকে) ভিতরে যেতে অনুরোধ করলেন

১৯। পরোক্ষ উক্তিতে খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করা হয়েছে কোনটিতে ?

ক) লোকটি বলেছিল যে পাখিটি চমৎকার

খ) লোকটি আনন্দিত হয়েছিল সুন্দর পাখির জন্য

গ) লোকটি আনন্দের সাথে বলল যে পাখিটি চমৎকার

ঘ) লোকটি বিস্মিত হয়ে বলল যে পাখিটি চমৎকার

উওরঃ গ) লোকটি আনন্দের সাথে বলল যে পাখিটি চমৎকার

ঘ) লোকটি বিস্মিত হয়ে বলল যে পাখিটি চমৎকার

২০। হামিদ বলল , ‘তোমরা আগামীকাল এসো।’ এর পরোক্ষ উক্তি কোনটি ?

ক) হামিদ তাদের পরদিন আসতে ( বা যেতে) বলল খ) হামিদ তাদের গতকাল আসতে (বা যেতে) বলল

গ) হামিদ তাদের আগামীকাল আসতে (বা যেতে) বলল

ঘ) হামিদ আমাদের পরদিন আসতে (বা যেতে) বলল

উওরঃ ক) হামিদ তাদের পরদিন আসতে ( বা যেতে) বলল

২১। প্রত্যক্ষ উক্তিতে পরোক্ষ ইক্তিতে পরিবর্তন করতে হলে ভাব অনুসারে পরিবর্তন করতে হয় কোন বাক্যে ?

ক) প্রশ্নবোধক ও আবেগসূচক

খ) প্রশ্নবোধক ও অনুজ্ঞাসূচক

গ) অনুজ্ঞাসূচক ও আবেগসূচক

ঘ) প্রশ্ন, অনুজ্ঞা ও আবেগসূচক

উওরঃ ঘ) প্রশ্ন, অনুজ্ঞা ও আবেগসূচক

২২। প্রত্যক্ষ উক্তিতে ‘এখানে’ থাকলে পরোক্ষ উক্তিতে কী হয় ?

ক) ওখানে খ) সেখানে

গ) ঐ খানে

ঘ) এই খানে

উওরঃ খ) সেখানে ।

২৩। রশিদ বলল, ‘আমার ভাই আজই ঢাকা যাচ্ছেন ।’ পরোক্ষ উক্তিতে কী হবে ?

ক) রশিদ বলল যে আমার ভঅই আজই ঢাকা যাচ্ছেন।

খ) রশিদ বলল যে তার ভাই আজই ঢাকা যাচ্ছেন।

গ) রশিদ বলল যে আমার ভাই সে দিনই ঢাকা যাচ্ছেন

ঘ) রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন

উওরঃ ঘ) রশিদ বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন

২৪। পরোক্ষ উক্তি কোনটি ?

ক) সে বলল, ‘বাড়ি যাও ।’

খ) সে আমাকে বাড়ি যেতে বলল।

গ) সে বলল যে, ‘তুমি বাড়ি যাও।

ঘ) সে আমাকে বলল যে, ‘বাড়ি যাও।’

উওরঃ খ) সে আমাকে বাড়ি যেতে বলল।

২৫। পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহেৃর স্থানে কোন অব্যয়টি ব্যবহার করা হয় ?

ক) যা

খ) যে

গ) যথা

ঘ) যেমন

উওরঃ খ) যে



২৬। বাবা বললেন, ‘সত্য কথা বলবে’ এ প্রত্যক্ষ উক্তিটির যথার্থ পরোক্ষ উক্তি কোনটি ?

ক) বাবা সত্য কতা বলার অনুরোধ করলেন

খ) বাবা সত্য কথা বলার উপদেশ দিলেন

গ) বাবা সত্য কথা বলার আদেশ দিলেন ঘ) বাবা সত্য কথা বলার নির্দেশ দিলেন

উওরঃ গ) বাবা সত্য কথা বলার আদেশ দিলেন

২৭। লোকটি বলল, ‘‘বাঃ পাখিটি তো ‘‘চমৎকার’’ এর পরোক্ষ উক্তি কী ?

ক) লোকটি চমৎকারভাবে বলল যে পাখিটি চমৎকার

খ) লোকটি বলল বাঃ পাখিটি না বেশ চমৎকার

গ) লোকটি বলল যে বাঃ পাখিটি চমৎকার

ঘ) লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার

উওরঃ ঘ) লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার

২৮। উক্তি কত প্রকার ?

ক) তিন প্রকার

খ) চার প্রকার

গ) দুই প্রকার

ঘ) পাঁচ প্রকার

উওরঃ গ) দুই প্রকার

২৯। নুসরাত বলল, ‘আমি এক্ষুণি আসছি’-এর পরোক্ষ উক্তি কী হবে ?

ক) নুসরাত বলল যে, এক্ষুণি যাচ্ছে খ) নুসরাত বলল যে, সে তক্ষুণি যাচ্ছে

গ) নুসরাত বলল যে, সে এখনই যাবে

ঘ) নুসরাত দৃঢ়ভাবে বলল যে, সে এখনই যাবে

উওরঃ খ) নুসরাত বলল যে, সে তক্ষুণি যাচ্ছে

৩০। তিথি বলেছিল, ‘‘আমি জাফলং যাচ্ছি’’ এর পরোক্ষ উক্তি কী ?

ক) তিথি বলেছিল যে, সে জাফলং যাবে

খ) তিথি বললো যে, সে জাফলং গেল

গ) তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে

ঘ) তিথি বলেছিল যে,সে জাফলং যাচ্ছিল

উওরঃ গ) তিথি বলেছিল যে, সে জাফলং যাচ্ছে

৩১। ‘আজ’ পরোক্ষ উক্তিতে কী হবে?

ক) পূর্বদিন

খ) আগের দিন

গ) পরদিন

ঘ) সেদিন

উওরঃ ঘ) সেদিন

৩২। খোকা তোমাকে বলল, ‘‘আমার বাবা বাড়ি নেই।’’ এর পরোক্ষ উক্তি হবে-

ক) খোকা তোমাকে বলল যে, তার বাবা বাড়ি নেই।

খ) খোকা তোমাকে বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।

গ) খোকা তোমাকে বলল যে, তোমার বাবা বাড়ি নেই।

ঘ) খোকা তোমাকে বলল যে, আমার বাবা বাড়ি ছিলেন না।

উওরঃ খ) খোকা তোমাকে বলল যে, তার বাবা বাড়ি ছিলেন না।

৩৩। রহমান আমাকে বলল, ‘‘আমি এক্ষুণি আসছি ।’’ পরোক্ষ উক্তিতে হবে-

ক) রহমান আমাকে বলল যে আমি এক্ষুণি যাচ্ছি

খ) রহমান আমাকে বলল যে সে এক্ষুণি আসছে।

গ) রহমান আমাকে বলল যে তুমি তক্ষুণি যাচ্ছ।

ঘ) রহমান আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।

উওরঃ ঘ) রহমান আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।

৩৪। হামিদ বলল, ‘‘তোমরা আগামীকাল এস্’ো’ পরোক্ষষ উক্তিতে হবে-

ক) হামিদ তাদের পরদিন আসতে বলল।

খ) হামিদ তাদের বলল যে তারা যেন আগামীকাল আসে।

গ) হামিদ বলল যে তোমারা পরদিন এসো।

ঘ) হামিদ তাদের বলল যে তারা যেন পরদিন আসে।

উওরঃ ক) হামিদ তাদের পরদিন আসতে বলল।

৩৫। করিম তোমাকে বলল, ‘‘আমি গতকাল ঢাকা গিয়েছিলাম।’’ পরোক্ষ উক্তিতে কী হবে?

ক) করিম তোমাকে বলল যে, সে গতকাল ঢাকা গিয়েছিল ।

খ) করিম তোমাকে বলল যে, সে আজ ঢাকা গিয়েছিল

গ) করিম তোমাকে বলল যে, তুমি গতকাল ঢাকা গিয়েছিল ।

ঘ) করিম তোমাকে বলল যে সে আগেরদিন ঢাকা গিয়েছিল।

উওরঃ ঘ) করিম তোমাকে বলল যে সে আগেরদিন ঢাকা গিয়েছিল।

৩৬। রেবা আমাকে বলল, ‘‘ভাই তুমি কবে এখানে আসবে?’’ পরোক্ষ উক্তিতে হবে-

ক) রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে এখানে আসব।

খ) রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইলে যে আমি কবে সেখানে যাব।

গ) রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে সেখানে যাব।

ঘ) রেবা আমাকে বলল. তুমি কবে সেখানে আসবে ।

উওরঃ খ) রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইলে যে আমি কবে সেখানে যাব।

বিরাম/ যতি চহ্নি - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
বাচ্য- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম