বাংলা অনুজ্ঞা - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


বাংলা অনুজ্ঞা

১। ‘আমার দরখাস্তটা পড়ুন’ - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) প্রার্থনা

খ) অনুরোধ

গ) আদেশ

ঘ) উপদেশ

উওরঃ ক) প্রার্থনা

২। ভবিষ্যৎকালে অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না?

ক) উওম পুরুষ

খ) মধ্যম পুরুষ


গ) নাম পুরুষ

ঘ) কাল পুরুষ

উওরঃ ক) উওম পুরুষ

৩। সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি ?

ক) ও

খ) উন

গ) ন

ঘ) শূণ্য

উওরঃ ক) ও

৪। নিচের কোন বাক্যে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা প্রকাশ পেয়েছে ?

ক) সদা সত্য কথা বলবে

খ) সত্য গোপন করো না

গ) আমায় কাজটি এখন কর

ঘ) অংকটা বুজিয়ে দাও না

উওরঃ ক) সদা সত্য কথা বলবে

৫। প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে কী যোগ করার নিয়ম ছিল ?

ক) ই

খ) উ

গ) হ

ঘ) ও

উওরঃ গ) হ

৬। পাতিস নে শিলাতলে পদ্মাসন-বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞায় ব্যবহার হয়েছে ?

ক) আদেশ

খ) উপদেশ

গ) অনুরোধ

ঘ) অভিশাপ

উওরঃ খ) উপদেশ

৭। ‘কাল একবার এসো’ নিচের কোনটি উদাহরণ ?

ক) বর্তমান অনুজ্ঞা

খ) ঘটমান বর্তমান

গ) নিত্যবৃও বর্তমান

ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা

উওরঃ ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা

৮। ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয় ?

ক) উওম পুরুষের

খ) নাম পুরুষের

গ) মধ্যম পুরুষের

ঘ) উওম ও নাম পুরুষের

উওরঃ গ) মধ্যম পুরুষের

৯। রোগ হলে ঔষুথ খাবে’ ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?

ক) বিধান

খ) আদেশ

গ) অনুরোধ

ঘ) অনুনয়

উওরঃ ক) বিধান

১০। কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে ?

ক) মন দিয়ে লেখাপড়া কর

খ) আমি বাড়ি যাই

গ) পরিশ্রম করলে সফল হবে

ঘ) তার বাবা বেঁচে থাকলে তার এত কষ্ট হতো না

উওরঃ ) পরিশ্রম করলে সফল হবে

১১। ‘সদা সত্য কথা বলবে’ বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) উপদেশ

খ) আদেশ

গ) বিধান

ঘ) অনুরোধ

উওরঃ খ) আদেশ

১২। অপ্রত্যেক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না ?

ক) উওম পুরুষ

খ) মধ্যম পুরুষ

গ) নাম পুরুষ

ঘ) উওম ও নাম পুরুষ

উওরঃ গ) নাম পুরুষ

১৩। অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয় ?

ক) বর্তমান ও ভবিষ্যৎ

খ) ভবিষ্যৎ অতীত

গ) বর্তমান ও অতীত

ঘ) নিত্যবৃও ও ঘটমান অতীত

উওরঃ ক) বর্তমান ও ভবিষ্যৎ

১৪। সম্ভ্রামাত্মক মধ্যম পুরুষের বর্তমানকালের অনজ্ঞায় কোন ক্রিয়া বিভক্তি যুক্ত হয় ?

ক) ইও, ইবে

খ) উন, ন

গ) বেন, এন

ঘ) অ, ও

উওরঃ খ) উন, ন

১৫। কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই ?

ক) বর্তমান

খ) অতীত

গ) ভবিষ্যৎ

ঘ) ঘটমান অতীত

উওরঃ খ) অতীত

১৬। রোগ হলে ঔষধ খাবে।কোন কালের অনুজ্ঞা ?

ক) সাধারণ অতীত কাল

খ) বর্তমানকাল

গ) ভবিষ্যৎকাল

ঘ) অতীত কাল

উওরঃ গ) ভবিষ্যৎকাল

১৭। ‘ঈশ্বর আপনার মঙ্গল করুন ’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) প্রার্থনা

খ) উপদেশ

গ) অনুরোধ

ঘ) আদেশ

উওরঃ ক) প্রার্থনা

১৮। ‘ওখানে যাস না’ কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) আদেশ / নিষেধ

খ) উপদেশ

গ) অনুরোধ

ঘ) বিধান

উওরঃ ক) আদেশ / নিষেধ

১৯। তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎ কালের অনুুজ্ঞায় চলিত রীতির বিভক্তি কোনটি ?

ক)-ইস্

খ)-ও

গ)-স্

ঘ)-ইও

উওরঃ গ)-স্

২০। ‘কাজটি করে দাও না ভাই ’’ এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে ?

ক) প্রার্থনা

খ) অনুরোধ

গ) বিরক্তি

ঘ) আদর

উওরঃ খ) অনুরোধ

২১। ‘অন্যায়ের কাছে মাথা নত করো না’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) আদেশ

খ) উপদেশ

গ) অনুরোধ

ঘ) বিধান

উওরঃ খ) উপদেশ

২২। কোন ক্ষেত্রে কখনোই অনুজ্ঞা হয় না ?

ক) মধ্যম পুরুষে বর্তমান কালে

খ) মধ্যম পুরুষে ভবিষ্যৎ কালে

গ) নাম পুরুষ ভবিষ্যৎ কালে

ঘ) উওম পুরুষে অতীত কালে

উওরঃ ঘ) উওম পুরুষে অতীত কালে

২৩। কোন পুরুষেরা অনুজ্ঞা পদ হতে পারে ?

ক) নাম

খ) প্রথম

গ) উওম

ঘ) মধ্যম

উওরঃ ঘ) মধ্যম

২৪। ‘ধর্ম ও ন্যায়ের পথে চলো।’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) আদেশ

খ) উপদেশ

গ) অনুরোধ

ঘ) বিধান

উওরঃ খ) উপদেশ

২৫। ‘তোর সর্বনাশ হোক। কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) প্রার্থনা

খ) উপদেশ

গ) অভিশাপ

ঘ) আদেশ

উওরঃ গ) অভিশাপ

২৬। ‘আমাকে সাহায্য করুন। কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে ?

ক) অনুরোধ

খ) প্রার্থনা

গ) আদেশ

ঘ) উপদেশ

উওরঃ ক) অনুরোধ

২৭। ‘একটা গান শোনা ও এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে ?

ক) আদেশ

খ) উপদেশ

গ) অনুরোধ

ঘ) প্রার্থনা

উওরঃ

গ) অনুরোধ

২৮। কোনটি বর্তমান কালের অনুজ্ঞা ?

ক) রোগ হলে ঔষুদ খাবে

খ) সদা সত্য কথা বলবে

গ) চেষ্ঠা কর, সবই বুঝতে পারবে

ঘ) আমার দরখাস্তটা পড়ুন।

উওরঃ ঘ) আমার দরখাস্তটা পড়ুন।

২৯। কোন ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় সম্ভাবনা বোঝাচ্ছে ?

ক) চেষ্ঠা কর, বুঝতে পারবে

খ) রোগ হলে ঔষধ খেতে হবে

গ) সদা সত্য বলবে ঘ) কাল এসো

উওরঃ ক) চেষ্ঠা কর, বুঝতে পারবে

৩০। ‘আদেশ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি ?

ক) আমটা খাও

খ) সবাই এখানে আসুন

গ) সুখী হও

ঘ) স্বাস্থের প্রতি দৃষ্টি রেখ

উওরঃ ক) আমটা খাও

৩১। কোনটি বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ ?

ক) রোগ হলে ঔষধ খাবে

খ) সে বই পড়ে

গ) কাল একবার আসি ও

ঘ) কড়া রোদে ঘোরাফেরা করো না

উওরঃ ঘ) কড়া রোদে ঘোরাফেরা করো না

৩২। অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি ?

ক) মন দিয়ে পড়

খ) মিথ্যা কথা বলবে না

গ) একটি গান শোনাও

ঘ) চুপ কর

উওরঃ গ) একটি গান শোনাও

৩৩। ভবিষ্যৎ কালের অন্জ্ঞুায় ব্যবহৃত তুচ্ছার্থক মধ্যম পুরুষের সাধু রীতির ক্রিয়া বিভক্তির উদাহরণ কোনটি ?

ক) ইস

খ) ইও

গ) ইবেন

ঘ) ইবে

উওরঃ খ) ইও

৩৪। প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে ‘হ’ যোগ করার নিয়ম ছিল । এ ‘হ’ বর্তমানে কিসে পরিণত হয়েছে ?

ক) উ এবং আ

খ) আ এবং ও

গ) ই এবং ঈ

ঘ) অ ও ও

উওরঃ ঘ) অ ও ও

৩৫। উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি ?

ক) আমটা খাও

খ) মানুষ হও

গ) কাল দেখা করো

ঘ) আপনারা আসবেন

উওরঃ খ) মানুষ হও

৩৬। অনুজ্ঞায় বাক্যে গঠনে-‘সদা সত্য কথা বলবে।’ কোন কালের উদাহরণ ?

ক) বর্তমান কালের

খ) ভবিষ্যৎ কালের

গ) অতীত কালের

ঘ) ঘটমান ভবিষ্যৎ কালের

উওরঃ খ) ভবিষ্যৎ কালের

ক্রিয়া বিভক্তিঃ সাধু ও চলিত -নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
ক্রিয়ার কাল- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম