ক্রিয়ার কাল- নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর


ক্রিয়ার কাল

১। ‘সন্ধ্যায় সূর্য অস্ত গেল’ বাক্যটি কোন বর্তমান কালের উদাহরণ ?

ক) ঘটমান


খ) সাধারণ

গ) পুরাঘটিত


ঘ) নিত্যবৃও


উওরঃ ঘ) নিত্যবৃও

২। ত্রিশ লক্ষ শহিদের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে । বাক্যটি কোন কালের ?

ক) সাধারণ বর্তমান


খ) পুরাঘটিত অতীত


গ) নিত্যবৃও বর্তমান


ঘ) পুরাঘটিত বর্তমান

উওরঃ গ) নিত্যবৃও বর্তমান

৩। ‘চিন্তা করো না, কালই আসছি’ বাক্যটি কোন কালের ? 

ক) ঘটমান ভবিষ্যৎ কাল

খ) পুরাঘটিত বর্তমান কাল

গ) ঘটমান বর্তমান কাল

ঘ) সাধারণ ভবিষ্যৎ কাল

উওরঃ গ) ঘটমান বর্তমান কাল

৪। আজ যদি সুমন আসত, কেমন মজা হতো।- বাক্যটি কোন কালের উদাহরণ ?

ক) পুরাঘটিত বর্তমান

খ) সাধারণ অতীত

গ) নিত্যবৃও অতীত

ঘ) পুরাাঘটিত ভবিষ্যৎ

উওরঃ গ) নিত্যবৃও অতীত

৫। ‘‘চেষ্ঠা কর, সবই বুঝতে পারবে।’’ কোন কালের অনুজ্ঞা ?

ক) ঘটমান বর্তমান কাল

খ) সাধারণ বর্তমান কাল

গ) সাধারণ ভবিষ্যৎ কাল

ঘ) পুরাঘটিত ভবিষ্যৎ কাল

উওরঃ গ) সাধারণ ভবিষ্যৎ কাল

৬। কোন বাক্যটিতে ঐতিহাসিক বর্তমানের ক্রিয়াপদ দ্বারা গঠিত ?

ক) ‘দেখে’ এলাম তারে

খ) ‘আবার আসিব ফিরে’

গ) কেন যে তুমি আসনা

ঘ) হুমায়ুনের পর আকবর বাদশা হন

উওরঃ ঘ) হুমায়ুনের পর আকবর বাদশা হন

৭। ‘আমার আর থাকা হয়ে উঠল না’ বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?

ক) সম্ভাবনা

খ) প্রকাশ

গ) ধারাবাহিকতা

ঘ) অবস্থান

উওরঃ ক) সম্ভাবনা

৮। কোনটি নিত্যবৃও বর্তমান কালের উদাহরণ ?

ক) এতক্ষণ আমি অঙ্ক করেছি

খ) কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা

গ) চিন্তা করো না, কালই আসছি

ঘ) এবার আমি পরীক্ষায় উর্ওীণ হয়েছি

উওরঃ খ) কে জানে দেশে আবার সুদিন আসবে কিনা

৯। ‘এবার আমি পরীক্ষায় উওীর্ণ হয়েছি’ বাক্যটি কোন কালের উদাহরণ ?

ক) সাধারণ বর্তমান

খ) সাধারণ অতীত

গ) পুরাঘটিত বর্তমান

ঘ) পুরাঘটিত অতীত

উওরঃ গ) পুরাঘটিত বর্তমান

১০। ‘‘একবার বিদায় দে মা ঘুরে আসি।’’ কোন কালের বাক্য?

ক) সাধারণ ভবিষ্যৎ

খ) সাধারণ অতীত

গ) পুরাঘটিত বর্তমান

ঘ) নিত্যবৃও বর্তমান

উওরঃ ক) সাধারণ ভবিষ্যৎ

১১। ‘গল্পটি আমি মায়ের মুখে শুনেছি’’ বাক্যস্থিত ক্রিয়ার কোন কাল নির্দেশ কোন কাল নির্দেশ করে?

ক) পুরাঘটিত অতীত

খ) সাধারণ অতীত

গ) সাধারণ বর্তমান

ঘ) পুরাঘটিত বর্তমান

উওরঃ ঘ) পুরাঘটিত বর্তমান

১২। তুমি যদি যেতে তাহলে ভালোই হতো-এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া ?

ক) সাধারণ অতীত

খ) ঘটমান অতীত

গ) নিত্যবৃও অতীত

ঘ) নিত্যবৃও বর্তমান

উওরঃ গ) নিত্যবৃও অতীত

১৩। আমি যে গান পেয়েছিলাম-এখানে ক্রিয়া কোন কালের নির্দেশ করে?

ক) সাধারণ অতীত

খ) পুরাঘটিত অতীত

গ) সাধারণ বর্তমান

ঘ) পুরাঘটিত বর্তমান

উওরঃ খ) পুরাঘটিত অতীত

১৪। ‘তিনি গতকাল হাটে যাননি’ বাক্যটি কোন কালের উদাহরণ ?

ক) সাধারণ অতীত

খ) ঘটমান অতীত

গ) ঘটমান বর্তমান

ঘ) সাধারণ বর্তমান

উওরঃ ঘ) সাধারণ বর্তমান

১৫। কে জানত, আমার ভাগ্য এমন হবে? এখানে কোন কালের স্থলে কোন কালের ক্রিয়ার প্রয়োগ হয়েছে ?

ক) অতীতের স্থলে ভবিষ্যতের

খ) ভবিষ্যতের স্থলে অতীতের

গ) বর্তমান স্থলে অতীতের

ঘ) আমি রোজ বেড়াতে যাব

উওরঃ ক। ক) অতীতের স্থলে ভবিষ্যতের

১৬। কোনটি নিত্যবৃও অতীতের উদাহরণ ?

ক) আমি সকালে বেড়াই

খ) তোমাকে রোজ যেতে হবে

গ) আমি রোজ স্কুলে যেতাম

ঘ) আমি রোজ বেড়াতে যাব

উওরঃ গ) আমি রোজ স্কুলে যেতাম

১৭। মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মুক্তিযোদ্ধা মারা গিয়েছিল মারা গিয়েছিল এটি কোন কালের উদাহরণ ?

ক) সাধারণ অতীত

খ) ঘটমান অতীত

গ) পুরাঘটিত অতীত

ঘ) নিত্যবৃও অতীত

উওরঃ গ) আমি রোজ স্কুলে যেতাম

১৮। ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।’’ ক্রিয়াটি কোন কালের ?

ক) সাধারণ অতীত

খ) ঘটমান অতীত

গ) নিত্যবৃও অতীত

ঘ) পুরাঘটিত অতীত

উওরঃ খ) ঘটমান অতীত

১৯। নিচের কোন বাক্যে সম্ভবনা প্রকাশে নিত্যবৃও অতীতকালের বিশিষ্ট ব্যবহার হয়েছে ?

ক) আজ যদি খোকা আসত কেমন মজা হতো

খ) সাতাশ হতো যদি একশ সাতাশ

গ) বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন

ঘ) তুমি যদি যেতে, তবে যদি যেতে, তবে ভালোই হতো উওরঃ

ঘ) তুমি যদি যেতে, তবে যদি যেতে, তবে ভালোই হতো

২০। আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয় ?

ক) বর্তমান কাল খ) ভবিষ্যৎ কাল

গ) নিত্যবৃও অতীত

ঘ) পুরাঘটিত বর্তমান কাল

উওরঃ খ) ভবিষ্যৎ কাল

২১। কাব্যের ভণিতায় কোন কালের ব্যবহার হয় ?

ক) নিত্যবৃও বর্তমান

খ) ঘটমান বর্তমান

গ) নিত্যবৃও অতীত

ঘ) ঘটমান অতীত

উওরঃ ক) নিত্যবৃও বর্তমান

২২। ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার ? ক) এক প্রকার

খ) দশ প্রকার

গ) তিন প্রকার

ঘ) পাঁচ প্রকার

উওরঃ গ) তিন প্রকার

২৩। ‘সাতাশ হতো যদি একশ সাতাশ’ এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া ?

ক) পুরাঘটিত খ) পুরাঘটিত বর্তমান

গ) সাধারণ অতীত ঘ) নিত্যবৃও অতীত

উওরঃ গ) তিন প্রকার

২৪। অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয় ?

ক) নিত্যবৃও অতীত কাল

খ) পুরাঘটিত অতীত কাল

গ) ঘটমান অতীত কাল

ঘ) সাধারণ অতীত কাল



উওরঃ ক) নিত্যবৃও অতীত কাল

২৫। ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি ?

ক) ৩ টি

খ) ৪ টি

গ) ৫ টি

ঘ) ৬ টি

উওরঃ ক) ৩ টি

২৬। ক্রিয়াপদের ভবিষ্যৎ কালের রূপ কয়টি

ক) সেবার তাকে সুস্থই দেখেছিলাম

খ) কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল

গ) এবার আমি পরীক্ষায় উওীর্ণ হয়েছি

ঘ) কে জানত আমার ভাগ্য এমন হবে

উওরঃ ক) সেবার তাকে সুস্থই দেখেছিলাম ।

২৭। অতীত কালের স্থলে কখন ভবিষ্যৎ কালের ক্রিয়া রূপ ব্যবহাতর হয় ?

ক) আক্ষেপ প্রকাশে খ) সন্দেহ প্রকাশে

গ) স্থায়ী সত্য প্রকাশে

ঘ) নিত্য দিনের ঘটনা প্রকাশে

উওরঃ ক) আক্ষেপ প্রকাশে

২৮। ‘এক্ষণে জানিলাম, কুসুমে কীট আছে। ’’ এটি-

ক) পুরাঘটিত অতীত

খ) নিত্যবৃও অতীত

গ) ঘটমান অতীত

ঘ) সাধারণ অতীত

উওরঃ ঘ) সাধারণ অতীত

২৯। কোন বাক্যের যৌগিক ক্রিয়াটি সম্ভাবনা প্রকাশ করেছে ?

ক) বৃষ্টি থেমে গেল

খ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

গ) এক্ষুণি বৃষ্টি এসে পড়বে

ঘ) সে গান করতে পারে

উওরঃ খ) তাড়াতাড়ি চল, বৃষ্টি আসতে পারে

৩০। ‘এ বছর আমি এস, এস, সি পরীক্ষায় অবতীর্ণ হয়েছি’’। এ বাক্যের ক্রিয়াপদটি কোন কালের ?

ক) ঘটমান বর্তমান

খ) পুরাঘটিত বর্তমান

গ) ঘটমান অতীত

ঘ) সাধারণ অতীত

উওরঃ খ) পুরাঘটিত বর্তমান

৩১। বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। কোন কালের উদাহরণ ?

ক) সাধারণ বর্তমান

খ) সাধারণ ভবিষ্যৎ

গ) ঘটমান বর্তমান

ঘ) নিত্যবৃও অতীত

উওরঃ ক) সাধারণ বর্তমান

৩২। কোনটি ঐকিহাসিক বর্তমান কালের উদাহরণ ?

ক) সন্ধ্যায় সূর্য অস্ত যায়

খ) আমি রোজ সকালে বেড়াতে যাই

গ) বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন

ঘ) চার আর তিনে সাত হয়

উওরঃ গ) বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন

৩৩। কোন বাক্যে স্থায়ী সত্য প্রকাশ পেয়েছে ?

ক) আমি রোজ সকালে বেড়াই

খ) চার আর তিনে সাত হয়

গ) সকলেই যেন সভায় হাজির থাকে

ঘ) এখন তবে আসি

উওরঃ খ) চার আর তিনে সাত হয়

৩৪। হাসান বই পড়ছে-কোন বর্তমান কালের উদাহরণ ?

ক) নিত্যবৃও খ) সাধারণ

গ) ঘটমান

ঘ) পুরাঘটিত

উওরঃ গ) ঘটমান

৩৫। চার আর তিনে মিলে সাত হয় বাক্যটিতে কী প্রকাশ নিত্যবৃও বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ হয়েছে ?

ক) স্থায়ী সত্য

খ) অনিশ্চয়তা

গ) কামনা

ঘ) সম্ভাবনা

উওরঃ ক) স্থায়ী সত্য

৩৬। ‘সাতাশ হতো যদি একশ সাতাশ’ এখানে কী বুঝাতে নিত্যবৃও অতীত ব্যবহৃত হয়েছে ?

ক) কামনা

খ) সম্ভাবনা

গ) ইচ্ছা প্রকাশে

ঘ) অসম্ভব কল্পনায়

উওরঃ ঘ) অসম্ভব কল্পনায়

৩৭। ‘তিনি’ কোন পুরুষের কোন রূপ ?

ক) মধ্যম পুরুষের সাধারণ রূপ

খ) মধ্যম পুরুষের তুচ্ছার্থক রূপ

গ) নাম পুরুষের সাধারণ রূপ

ঘ) নাম পুরুষের সম্ভ্রামাত্মক রূপ

উওরঃ ঘ) নাম পুরুষের সম্ভ্রামাত্মক রূপ

৩৮। অনুপস্থিত কারো সম্পর্কে কিছু বলতে গেলে যে সর্বনাম পদ ব্যবহৃত হয়, তাকে কী বলে ?

ক) উওম পুরুষ

খ) মধ্যম পুরুষ

গ) নাম পুরুষ

ঘ) দূরত্ববাচক সর্বনাম

উওরঃ গ) নাম পুরুষ

৩৯। কোনটি নিত্যবৃও অতীতের উদাহরণ ?

ক) আমি রোজ সকালে বেড়াই

খ) আমি রোজ বেড়াতে যাব

গ) তোমাকে রোজ যেতে হবে

ঘ) আমি রোজ স্কুলে যেতাম

উওরঃ ঘ) আমি রোজ স্কুলে যেতাম

৪০। কাল কাকে বলে ?

ক) আমরা গিয়েছি

খ) তুমি যেতে থাক

গ) সে কি গিয়েছিল

ঘ) সেখানে গিয়ে দেখে আস

উওরঃ ক) আমরা গিয়েছি

৪১। কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে ?

ক) আমরা গিয়েছি

খ) তুমি যেতে থাক

গ) সে কি গিয়েছিল

ঘ) সেখানে গিয়ে দেখে আস

উওরঃ গ) সে কি গিয়েছিল

৪২। ‘শীঘ্রই বৃষ্টি আসবে’-কোন কাল? ক) সাধারণ বর্তমান

খ) বর্তমান অনুজ্ঞা গ) নিত্যবৃও অতীত

ঘ) সাধারণ অতীত

উওরঃ গ) নিত্যবৃও অতীত

৪৩। ‘কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল।’ এখানে ‘পড়ছিল’ ক্রিয়াপদটি কোন কালের উদাহরণ ?

ক) ঘটমান অতীত

খ) পুরাঘটিত বর্তমান

গ) নিত্যবৃও অতীত

ঘ) সাধারণ অতীত

উওরঃ ক) ঘটমান অতীত

৪৪। কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ ?

ক) চার আর তিনে সাত হয়

খ) শিকারী পাখিটি গুলি করল

গ) এবার আমি পরীক্ষায় উর্ওীণ হয়েছি

ঘ) হাসান বই পড়ছে উওরঃ

গ) এবার আমি পরীক্ষায় উর্ওীণ হয়েছি

৪৫। ‘আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম।’ এটি

ক) পুরোঘটিত বর্তমান

খ) নিত্যবৃও অতীত

গ) ঘটমান অতীত

ঘ) পুরাঘটিত অতীত

উওরঃ খ) নিত্যবৃও অতীত

৪৬। ঘটমান বর্তমান কালের সাধু রীতির

উওম পুরুষের ক্রিয়া বিভক্তি কোনটি ?

ক) ইতেছি

খ) ইয়াছি

গ) ইলাম

ঘ) ইতেছ

উওরঃ ক) ইতেছি

৪৭। কোনটি নিত্যবৃও অতীত কালের ঘটনা ?

ক) বেলা যে পড়ে এল খ) আকাশে চাঁদ ছিল

গ) আমরা রোজ ফুল কুড়াতাম

ঘ) ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়

উওরঃ গ) আমরা রোজ ফুল কুড়াতাম

৪৮। ‘দুলিতেছে তরী ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ’-বাক্যে ক্রিয়ার কোন কালের ব্যবহার হয়েছে ?

ক) ঘটমান বর্তমান

খ) সাধারণ বর্তমান

গ) নিত্যবৃও বর্তমান

ঘ) পুরোঘটিত বর্তমান

উওরঃ ক) ঘটমান বর্তমান

৪৯। কোন কালে মধ্যম পুরুষ ও নাম পুরুষের ক্রিয়ারূপ অভিন্ন থাকে?

ক) অতীত কালে

খ) ভবিষ্যৎ কালে

গ) বর্তমান কালে

ঘ) বর্তমান ও ভবিষ্যৎ কালে

উওরঃ খ) ভবিষ্যৎ কালে

৫০। ক্রিয়া সংঘটনের সময়কে কী বলে ?

ক) ক্রিয়ার ভাব

খ) ক্রিয়ার পুরুষ

গ) ক্রিয়ার কাল

ঘ) ক্রিয়া বিভক্তি

উওরঃ গ) ক্রিয়ার কাল

৫১। চন্ডীদাস বলেন,‘‘সবার উপরে মানুষ সত্য , তাহার উপরে নাই।’’ এটি কোন কালের বাক্য ?

ক) সাধারণ অতীত

খ) সাধারণ বর্তমান

গ) পুরাঘটিত অতীত

ঘ) পুরাঘটিত বর্তমান

উওরঃ খ) সাধারণ বর্তমান

৫২। কোনটি পুরাঘটিত বর্তমান কাল এর উদাহরণ ?

ক) ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে

খ) গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি

গ) সবাই বসে গল্পে করেছিল 

ঘ) দেখিতে গিয়াছি পর্বতমালা

উওরঃ ঘ) দেখিতে গিয়াছি পর্বতমালা

৫৩। ‘সে বার তাকে সুস্থই দেখেছিলাম’’-কোন কালের উদাহরণ ?

ক) সাধারণ অতীত

খ) নিত্যবৃও অতীত 

গ) পুরাঘটিত অতীত

ঘ) ঘটমান অতীত

উওরঃ গ) পুরাঘটিত অতীত

৫৪। স্বয়ং বক্তা কোন পুরুষ ?

ক) নাম পুরুষ 

খ) মধ্যম পুরুষ 

গ) উওম পুরুষ 

ঘ) তৃতীয় পুরুষ

উওরঃ গ) উওম পুরুষ

৫৫। ‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ ’ বাক্যের ক্রিয়াটি কোন কালের ?

ক) সাধারণ বর্তমান 

খ) সাধারণ অতীত 

গ) পুরাঘটিত অতীত 

ঘ) পুরাঘটিত বর্তমান

উওরঃ ঘ) পুরাঘটিত বর্তমান

৫৬। ‘মীরা গান গাইছে’-বাক্যটি কোন কালের উদাহরণ ?

ক) সাধারণ বর্তমান 

খ) ঘটমান বর্তমান

গ) পুরাঘটিত বর্তমান 

ঘ) নিত্যবৃও বর্তমান

উওরঃ খ) ঘটমান বর্তমান

৫৭। আমি রোজ সকালে বেড়াতে যাই-বাক্যটি কোন কালের উদাহরণ ?

ক) নিত্যবৃও বর্তমান কাল 

খ) পুরাঘটিত বর্তমান কাল

গ) ঘটমান বর্তমান কাল

ঘ) সাধারণ বর্তমান কাল

উওরঃ ক) নিত্যবৃও বর্তমান কাল

৫৮। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না ?

ক) প্রয়োগভেদে 

খ) অর্থভেদে 

গ) বচনভেদে 

ঘ) বর্ণনাভেদে

উওরঃ খ) সাধারণ বর্তমান

৫২। কোনটি পুরাঘটিত বর্তমান কাল এর উদাহরণ ? ক) ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে খ) গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি গ) সবাই বসে গল্পে করেছিল ঘ) দেখিতে গিয়াছি পর্বতমালা উওরঃ ঘ) দেখিতে গিয়াছি পর্বতমালা ৫৩। ‘সে বার তাকে সুস্থই দেখেছিলাম’’-কোন কালের উদাহরণ ? ক) সাধারণ অতীত খ) নিত্যবৃও অতীত গ) পুরাঘটিত অতীত ঘ) ঘটমান অতীত উওরঃ গ) পুরাঘটিত অতীত ৫৪। স্বয়ং বক্তা কোন পুরুষ ? ক) নাম পুরুষ খ) মধ্যম পুরুষ গ) উওম পুরুষ ঘ) তৃতীয় পুরুষ উওরঃ গ) উওম পুরুষ ৫৫। ‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ ’ বাক্যের ক্রিয়াটি কোন কালের ? ক) সাধারণ বর্তমান খ) সাধারণ অতীত গ) পুরাঘটিত অতীত ঘ) পুরাঘটিত বর্তমান উওরঃ ঘ) পুরাঘটিত বর্তমান ৫৬। ‘মীরা গান গাইছে’-বাক্যটি কোন কালের উদাহরণ ? ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমান গ) পুরাঘটিত বর্তমান ঘ) নিত্যবৃও বর্তমান উওরঃ খ) ঘটমান বর্তমান ৫৭। আমি রোজ সকালে বেড়াতে যাই-বাক্যটি কোন কালের উদাহরণ ? ক) নিত্যবৃও বর্তমান কাল খ) পুরাঘটিত বর্তমান কাল গ) ঘটমান বর্তমান কাল ঘ) সাধারণ বর্তমান কাল উওরঃ ক) নিত্যবৃও বর্তমান কাল ৫৮। কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না ? ক) প্রয়োগভেদে খ) অর্থভেদে গ) বচনভেদে ঘ) বর্ণনাভেদে উওরঃ গ) বচনভেদে

উওরঃ গ) বচনভেদে

বাংলা অনুজ্ঞা - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Previus
ক্রিয়ার ভাব - নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম