বাংলা অনুচ্ছেদ “স্বদেশপ্রেম”


স্বদেশপ্রেম

প্রতিটি মানুষ জন্ম নেয় পৃথিবীর একটা নির্দিষ্ট ভূখন্ডে, যা তার কাছে স্বদেশ। এই স্বদেশ এর সংগেই গড়ে উঠে তার নাড়ির সম্পর্ক। স্বদেশের জন্যে তার মনে জন্ম নেয় নিবিড় ভালবাসা। এই ভিন্নধর্মী অনন্য ভালবাসাই হচ্ছে স্বদেশপ্রেম। জন্মভূমির ভাষা, সাহিত্য, সংস্কৃতি ঐতিহ্যের সংগে গড়ে ওঠে শেকড়ের বন্ধন। পরাধীনতার অত্যাচারে জর্জরিত মানুষের মধ্যে দেশপ্রেম জেগে ওঠে। বিদেশী আক্রমণের মুখে ও দেশের মানুষের মধ্যে এ জাগরণের লক্ষণটি চোখে পড়ে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় বাঙালীরা দেশপ্রেমের যে পরিচয় দিয়েছে তা অতুলনীয়। কেবল সংকটে, স্বাধীনতা সংগ্রামেই যে দেশপ্রেমের স্ফুরণ হয় এমন নয়। শিল্পসাহিত্য চর্চায়, দেহ গঠন, জ্ঞানবিজ্ঞানের পবিত্রতা দেশ ও জাতির জন্য গেওট্টরবের। দেশপ্রেম মানুষের জীবনের অন্যতম মহৎ চেতনা তা মানুষকে স্বার্থপরতা, সম্প্রদায় গোষ্ঠীগত সংকীর্ণতা ও রাজনৈতিক ভেদাভেদ থেকে ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। উদ্বুদ্ধ করে দেশের কল্যাণে স্বার্থত্যাগ করে আত্মনিবেদনে।

বাংলা অনুচ্ছেদ “শৃংখলাবোধ”
Previus
বাংলা অনুচ্ছেদ “নববর্ষ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম