বাংলা অনুচ্ছেদ “নববর্ষ”


নববর্ষ

ঋতু পক্রিমায় পুরোনো বছর শেষ হয়ে যায়। সেই সংগে শেষ হয় বিগত দিনের জীর্ণতা ও ক্লান্তি। চৈত্রের শেষে আসে পহেলা বৈশাখ। আসে নববর্ষের শুভক্ষণ্ আমাদের জাতীয় জীবনে আসে উৎসবের আমেজ। এ উৎসবের মর্মবাণী হলো নতুন বছরে আমার আনন্দটুকু হোক সবার আনন্দ। খ্রিস্টান জগতে পয়লা জানুয়ারি পালিত হয় নববর্ষ। নববর্ষ বাঙ্গালির জীবনে আসে নানা অনুষ্ঠানের মালা সাজিয়ে। পহেলা বৈশাখের শুভ দিনটিতে বাঙ্গালির ঘরে ঘরে আসে নতুন আনন্দ, নতুন উদ্দীপন। ঘরদোর সাজানো হয় নতুন করে। উপহার পাওয়া নতুন পোশাকে সাজে অনেকেই। নববর্ষ দোকানি ও ব্যবসায়ীদের জন্য নিয়ে আসে শুভ হালখাতা অনুষ্ঠান। পারস্পরিক শুভকামনার বিনিময় হয় আলিঙ্গনে। পত্র পত্রিকাগুলো বের করে বিশেষ নবভর্ষ সংখ্যা। ছুটির এই দিনে যারা বাইরে বের হন না তারা ঘরে বসে অনুষ্ঠান উপভোগ করেন, পত্র-পত্রিকা পড়ে আনন্দ পান। নববর্ষ তাই আমাদের জাতীয় জীবনে ও সংস্কৃতিতে এক আনন্দঘন শুভদিন।

বাংলা অনুচ্ছেদ “স্বদেশপ্রেম”
Previus
সময়ের মূল্য - রচনা/প্রবন্ধ
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম