ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০২ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০০২
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। মত্যের মাটিতে হবে স্বর্গের সৃজন মেত্রী কবিতার আলোকে এ উক্তিটির বিশ্লেষণ কর। ২। সংক্ষিপ্ত উওর দাওঃ

ক) রণেশ দাশগুপ্ত কোন পত্রিকায় সাংবাদিক ছিলেন?

খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যয়ের কোন উপন্যাস ইতালির ভাষায় অনুদিত হয়েছে?


গ) মাদার তেরেসা ১৯৯১ সালে যখন ঢাকায় আসেন তখন তাঁর বয়স কত ছিল? ঘ) মানব এসেছি কাছে’ গ্রন্থটির রচয়িতা কে? ঙ) মিসরের সবচেয়ে বড় পিরামিডটি তৈরি হয়েছে কত বছর আগে?

৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দাওঃ

ক) ‘উচ্ছ্বাস’ এর সন্ধি বিচ্ছেদ কি? খ) খ)‘ প্রমান’ এর বিশেষণ কি? গ) ‘বন্ধুর’এর বিপরীত শব্দ কি? ঘ) ‘খাদি’ অর্থ ‘খদ্দর’ অর্থ কি? ঙ) ‘ যা নিন্দার যোগ্য নয়’ এর বাক্য সংকোচন কি?

৪। খালি জায়গা পূরণ করঃ

ক) সুন্দরবনের খলসি ও গেওয়া ফুলে প্রচুর ------ থাকে। খ) হাজার ------- পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ। গ) ধুয়ে যাক, মুছে যাক ------ কালো। ঘ) দিদি ঘাটে ------- ফেলে ছুটে চলে আসে। ঙ) কাঁচা ------- রোদ মাখা সকালবেলা।

৫। সঠিক উত্তরটি লেখঃ

ক) ‘জনৈক বহুমহিলা’ নামে লিখতেন-কামিনী রায়/সুফিয়া কামাল/বেগম রোকেয়া/ সাদিয়া বেগম। খ) ‘পালের গোদা’ বাগ্ধারাটি অর্থ-অর্কণ্য/অপদার্থ/দলপতি/ভন্ড। গ) ‘স্বর্ণ’ শব্দটির প্রতিশব্দ-গ্রহন/অলক/সনক/কনক। ঘ) ‘পাপে বিরত হও’-অপাদানে সপ্তমী /কর্মে দ্বিতীয়া/ কর্তায় তৃতীয়া/ অধিকরণে সপ্তমী বিভক্তি। ঙ) ‘ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা’উক্তিটির রচয়িতা-শরৎচন্দ্র চট্রোপাধ্যায়/ দ্বিজেন্দ্রলাল রায়/ কামিনী রায়/ সত্যেন্দ্রনাথ দও।

৬। বাক্য রচনা করঃ

ক) চুলচেরা, খ) অতশত, গ) মনের বাঘ, ঘ) অরূণোদয়, ঙ) গায়ে লাগা

৭। নিচের যে কোনো একটি বিষয়ে টিকা লেখঃ ক) ফ্যাক্স


খ) রয়েল বেঙ্গল টাইগার

৮। সারাংশ লেখঃ

দৈন্য যদি আসে, আসুক লজ্জা কিবা তাহে? মাথা উঁচু রাখিস। সুখের সাথী মুখের পানে যদি না চাহে ধৈর্য ধরে থাকিস। রুদ্ররূপে তীব্র দুঃখ যদি আসে নেমে বুক ফুলিয়ে দাঁড়াস। আকাশ যদি বজ্র নিয়ে মাথায় পড়ে ভেঙে ঊর্ধ্বে দু-হাত বাড়াস।

৯। তোমার বিদ্যালয় থেকে কোনো ঐতিহাসিক স্থানে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখ। ১০। ‘পলিথিন নিষিদ্ধকরণ’ সম্পর্কে তোমার মতামত উল্লেখ কর।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০৪ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০১ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম