ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০১ সালের বাংলা প্রশ্ন


ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা২০০১
বিষয়ঃ বাংলা
সময়ঃ পূর্ণমানঃ

১। ‘বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশের স্বাধীন কর।’

-বাঙালির এই শ্লোগানের জন্ম কখন ও কীভাবে হয়েছিল এবং এর পরিণতি কি?

২। সংক্ষিপ্ত উওর দাওঃ ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত শিশু পত্রিকার নাম কি?

খ) আমাদের সবচেয়ে বড় পরিচয় কি?

গ) শওকত ওসমানের প্রকৃত নাম কি?

ঘ) প্ল্যাঙ্কটন কি?

ঙ) পশুপাখি ও নরশিশুর ভেদ দিদি কি করে ঘুচিয়ে দিল?

৩। সঠিক উওর বেছে লেখঃ

ক) ‘বিশ^ভারতী’ কার নামের সাথে জড়িত?

কাজী নজরুল ইসলাম/ রবীন্দ্রনাথ ঠাকুর/ বন্দে আলী মিয়া।

খ) ননসেন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে? সিকান্দার আবু জাফর/শরৎচন্দ্র/ চট্রোপাধ্যয়/ সুকুমার রায়।

গ) মনিপুরী উপজাতিরা কোথায় বাস করে? রাজশাহী/ সিলেট/ ময়মনসিংহ জেলায়।

ঘ) লেজকাটা বিড়ালের চিত্র গ্যারোভোসীর কিসের প্রতীক? মিতব্যয়িতার তথা কার্পণ্যের / কৌতুকামোদের/ সৌন্দর্যপ্রীতির।

ঙ) ‘সমকাল’ পত্রিকায় প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে? কামিনী রায়/সিকান্দার আবু জাফর/ সত্যেন্দ্রনাথ দাও।

৪। সত্য মিথ্যা নির্ণয় করঃ

ক) ‘গীতাঞ্জলি’ বানানটি শুদ্ধ। খ) ‘ডুমুরের ফুল’ বাগধারটি শুদ্ধ । গ) ‘সুন্দর মেয়ে’ শব্দটি শুদ্ধ। ঘ) ‘পুষ্প ও ‘প্রসূন’ সমার্থক শব্দ। ঙ) ‘সিংহী’ শব্দটি পদ পরিবর্তন যোগে স্ত্রীবাচক শব্দ হয়েছে।

৫। এক কথায় প্রকাশ কর

ক) ‘প্রীতি ’ শব্দের বিশেষণ কি? খ) ‘নন্দিত’ এর বিপরীত শব্দ কি? গ) ‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কি? ঘ) ‘যদ্যপি’ অব্যয়ের চলিত রূপ কি? ঙ) ‘ধোপাকে কাপড় দাও।’ কোন কারকে কোন বিভক্তি? চ) ‘হায় হায়’ কোন শ্রেণির পদ? ছ) ‘বিজ্ঞানী শব্দটির যুক্ত বর্ণটির বিযুক্ত রূপ কি? জ) ‘কল অলা এক নায়ে’ এর বাক্যার্থ কি? ঝ) ‘ষোলো’ এর পূরণবাচক কি? ঞ) ‘যা লাফিয়ে চলে’ এর বাক্য সংকোচন কি?

৬। বঙ্গনুবাদ করঃ

ক) Lot us go my friend. খ) Can you account for his delay? গ) Do you account about your means. ঘ) We will find out the culprit at any cost. ঙ) You should not have killed the dog.

৭। ভাব-সম্প্রসারণ করঃ আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে?

৮। তোমার প্রিয় পাখিদের পরিচিতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একখানা পত্র লেখ। ৯। অনধিক পনেরো বাক্যে রচনা লেখ (একটি)

ক) বিশ্ব শিশু দিবস। খ) নিজস্ব অ্যালবাম গ) চিড়িয়াখানায় একদিন।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০২ সালের বাংলা প্রশ্ন
Previus
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা, ২০০০ সালের বাংলা প্রশ্ন
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম