অনুচ্ছেদ “পরিবেশ দূষণ”


পরিবেশ দূষণ

পরিবেশ দূষণ বলতে পরিবেশের মৌলিক উপাদান যথা-মাটি,পানি, বায়ূ ও জীবের স্বাভাবিক গঠন বিনষ্ট হয়ে যাওয়াকে বোঝায়। অন্যভাবে বরা যায়, মাটি যদি চাষাবাদের পানিসহ অন্যান্য উপাদান ব্যবহারের অনুপযোগী হয় কিংবা পরিবেশ যদি জীবকুলের বসবাসের অযোগ্য হয়ে উঠে তবে তাকে পরিবেশ দূষণ বলে। পরিবেশের এ দূষণ প্রাকৃতিক ও কৃত্রিম দুভাবেই ঘটতে পারে। তবে প্রাকৃতিক দূষণের চেয়ে কৃত্রিম বা মাববসৃষ্ট দূষণই অধিকহারে হচ্ছে। পরিবেশ দূষণ বর্তমান সময়ে সারা বিশ্বের প্রধান সমস্যায পরিণত হয়েছে। আমাদের শহরগুলোতে কল-কারখানা ও মোটরযান থেকে নির্গত ধোঁয়া দ্বারা পরিবেশের অন্যতম উপাদান বায়ু দূষিত হচ্ছে। পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান পানি দূষিত করছে। দূষণের আরেকটি রূপ হচ্ছে শব্দ দূষণ। মোটরযান,গৃহের যা›ত্রপাতি, রেডিও , সিডি প্লেয়ার প্রভৃতির শব্দের জন্য এটি ঘটে থাকে। যে বাতাসে আমরা শ্বাস নিই, যে পানি আমরা পান করি, যে খাদ্য আমরা খাই, পরিবেশ দূষণের কারণে তা হুমকিস্বরুপ। পরিবেশ দূষণ ক্রমাগত আমাদেরকে নীরব মৃত্যুর দিকে ধাবিত করছে। তাই সুখী ও স্বাস্থ্যকর জীবনযাপন করতে হলে পরিবেশ দূষণ অবশ্যই রোধ করতে হবে। এ জন্য আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। সরকারেরও উচিত পরিবেশ দূষণ অবশ্যই রোধ করতে হবে। এ জন্য আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই। সরকারেরও উচিত পরিবেশ দূষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ণ করা। আর তা হলেই আমরা একটি সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাসের নিশ্চয়তা পাব।

অনুচ্ছেদ “নারীশিক্ষা”
Previus
অনুচ্ছেদ “যৌতুক প্রথা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম