অনুচ্ছেদ “নবান্ন উৎসব”


নবান্ন উৎসব

নবান্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কৃষকসমাজের ঐতিহ্যবাহী উৎসব। বাংলার কৃষিজীবী সমাজে শস্য উৎপাদনের বিভিন্ন পর্যায়ে যে সকর আচার -অনুষ্ঠান ও উৎসব পালিত হয়, নবান্ন তার মধ্যে অন্যতম। ‘নবান্ন’ শব্দের অর্থ ‘নতুন অন্ন’ । আর নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুতকৃত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। সাধারণত অগ্রহায়ণ মাসে আমণ ধান পাকার পর এই উৎসব অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও মাঘ মাসেও নবান্ন উদযাপনের প্রাত রয়েছে। অমুসলি রীতিতে নবান্ন অনুষ্ঠানে নতুন অন্ন পিতৃপুরুষ, দেবতা, কাক ইত্যাদি প্রাণীকে উৎসর্গ করে দেওয়া হয়। তারপর আত্মীঢস্বজনকে পরিবেশকে শেষে গৃহকর্তা ও পরিবারের অন্য সদস্যরা নতুন গুড়সহ নতুন অন্ন গ্রহণ করে। নবান্ন উৎসবে নতুন চালের তৈরি খাদ্যসামগ্রী কাককে নিবেদন করা একটি বিশেষ লৌকিক প্রথা। হেমন্তে যখন কাঁচা ধানের গন্ধে চাষিদের মন ভরে উঠে তখনই শুরু হয় নবান্নের প্রস্তুতি । ধান ভানার গান ভেসে বেড়ায় বাতাসে। ঢেঁকির তালে মুখরিত হয় বাড়ির আঙিনা। নবান্ন উৎসবে মাতোয়ারা হয়ে উঠে সবাই। অরিকল্পিত নগরায়ণের ফলে বাংলার এই ঐতিহ্যবাহী উৎসবটি বর্তমান খুব বেশি পালিত হতে দেখা যায় না। আমাদের সকলের উচিত ঐতিহ্য সচেতন হয়ে নবান্ন উৎসবের আনন্ন কৃষকসমাজের মাঝে ফিরিয়ে আনতে উদ্যোগী হওয়া। আমাদের মনে রাখতে হবে, বংলার কৃষক হাসলেই বাংলাদেশ হাসবে।

অনুচ্ছেদ “বাংলাদেশ মুক্তিযুদ্ধ”
Previus
অনুচ্ছেদ “বইমেলা”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম