অনুচ্ছেদ “আমার দেখা একটি বইমেলা”


আমার দেখা একটি বইমেলা

বইমেলা হচ্ছে একটি প্রদর্শণী, যেখানে বিভিন্ন ধরণের বই প্রদর্শিত ও বিক্রি হয়। বর্তমানে এটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছরে একুশে বইমেলা পরিদর্শন করার সুযোগ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। প্রতিবছর আমাদের ভাষা আন্দোলনের সংগ্রাম ও ত্যাগের কথা মনে করিয়ে দেওয়ার জন্য একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলাটি বাংলা একাডেমী কর্তৃক আয়োজন করা হয়। মেলা চলাকালীন সময়ে আমি একবার কয়েকজন বন্ধু নিয়ে সেখানে গিয়েছিলাম্ । মেলার প্রধান ফটকে প্রবেশ করা মাত্রই একটি ভিন্ন পরিবেশ আমার চোখে পড়ে। আমি সকল প্রকার বই যেমন- রূপকথা, পাঠ্যবই , নাটক, শিশুপাঠ , রেফারেন্স বই প্রভৃতি পেয়ে খুবই খুশি হয়েছিলাম। সকল বয়স এবং শ্রেণীর নারী-পুরুষ এবং শিশু সেখানে জমায়েত হয়েছিল। আমি একটি বইয়ের দোকান থেকে আমার কিছু প্রিয় বই কিনলাম। সন্ধ্যায় অনেক কবি, ঔপন্যাসিক, লেখক মেলাটি পরিদর্শন করতে এসেছিলেন্। মেলার মূল প্রাঙ্গণের বাইরে রাস্তার পাশে অন্যান্য আকর্ষণীয় জিনিসত্রও বিক্রি হচ্ছিল। মেলায় সেমিনার ও বই বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এ ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান অনেককে বইপ্রেমী করে এবং জ্ঞানকে করে প্রসারিত। এরূপ একটি মেলা পরিদর্শন করতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছিলাম।  সেখানে আমি বেশ কিছু নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। ভবিষ্যতে আমি আবারও অমর একুশে বইমেলায় যাওয়ার ইচ্ছা পোষণ করি।

অনুচ্ছেদ “শিশুশ্রম”
Previus
অনুচ্ছেদ “বাংলাদেশ মুক্তিযুদ্ধ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম