আবেদন পত্র /দরখাস্ত


 গুরুত্বপূর্ণ কয়েকটি আবেদন পত্র/দরখাস্ত 

১. বিদ্যুৎ বিভ্রাটের/মাত্রাতিরিক্ত লোডশেডিং নিরসন কল্পে বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দরখাস্ত লেখ।

২. একটি উচ্চ বিদ্যালয়ে/প্রাথমিক বিদ্যালয়ে কলেজে সহকারী শিক্ষ/প্রভাষক পদে চাকরির জন্য আবেদন।

৩. শিক্ষা সফরের ব্যবস্থা করার জন্য কলেজের অধক্ষের কাছে আবেদন করো।

৪. ডাকঘর স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করো।

৫. কোনো ব্যবসায় প্রতিষ্ঠানে করণিক পদের জন্য আবেদনপত্র রচনা করো।

অথবা, সমাজকল্যাণ দফতরে চাকরির জন্য যোগ্যতার বিবরণ দিয়ে একটি দরখাস্ত লেখ।

অথবা, কোনো প্রতিষ্ঠানে অফিস সহকারী পদের জন্য একটি আবেদনপত্র রচনা করো।

৬. বনভোজন করার জন্য প্রয়োজনীয় অনুমতি প্রার্থনা করে তোমার শ্রেণির পক্ষ হতে অধ্যক্ষের নিকট একটি আবেদন পত্র রচনা করো।

অথবা, শিক্ষা সফরে প্রেরণের জন্য প্রার্থনা জানিয়ে কলেজের অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লিখ।

৭. সাত দিন অনুপস্থিতির কারণে জরিমানা মাফের জন্য অধ্যক্ষের কাছে আবেদন করো।

অথবা, জরিমানা মাফের জন্য অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।

৮. একটি খেলা দেখার জন্য টিফিন পিরিয়ডের পর ছুটি চেয়ে আবেদনপত্র রচনা কেরা।

৯. বোনের বিয়েতে ছুটি প্রার্থনা করে আবেদন করো।

অথবা, অগ্রিম ছুটির জন্য আবেদনপত্র লেখ।

১০. বাংলা একডেমীতে কেরানি পদে চাকরির জন্য একটি আবেদন পত্র রচনা করো।

১১. বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখ।

১২. একটি নলকূপ স্থাপনের জন্য ইউ.পি. চেয়ারম্যানের কাছে আবেদন করো।

অথবা, একটি নলকূপ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করো।

১৩. মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদন করো।

১৪. একটি সরকারি প্রাথমিক বিধ্যালয় স্থাপনের জন্য আবেদনপত্র তৈরি করো।

১৫. বন্যার্তদের আশু সাহায্যদানের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করো।

১৬. প্রশংসাপত্র প্রার্থনা করে অধ্যক্ষের কাছে আবেদন করো।

১৭. একটি দাতব্য চিকিৎসাকেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্যমন্ত্রীর নিকট আবেদন করো।

১৮. বিজয়ী ক্রিকেট দলের সংবর্ধনা প্রদানের অনুমতি প্রার্থনা করে আবেদন করো।

১৯. সন্ত্রাসী ও মস্তানদের উপদ্রব থেকে বাঁচার জন্য জেলা প্রশাসক মহোদয় সমীপে আবেদনপত্র রচনা করো।


২০। মজাপুকুর সংস্কারের জন্য আবেদন।

২১। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য জন্য আবেদন।
২২। বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।
২৩। জরিমানা মওকুফের জন্য আবেদন।
২৪। শিক্ষাসফরে প্রেরণের জন্য আবেদন
২৫। প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র
২৬। বন্যার্তদের সাহায্যের জন্য জেলা প্রশাসকের নিকট সাহয্যের আবেদন।
২৭। রাস্তা মেরামত / সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট দরখাস্ত
২৮। পাঠাগার/গ্রন্থাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্য দানের জন্য জেলা প্রশাসকের নিকট দরখাস্ত । 
২৯। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র
৩০। বিদ্যালয়ে ক্যান্টিন খোলার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত 
৩১।  বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ ও পূনর্বাসন কজে অংশগ্রহেণের অনুমতি চেয়ে আবেদনপত্র। 
৩২। বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের জন্য দরখাস্ত
৩৩। বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাবরক্ষক পদের জন্য তোমার যোগ্যতার বিবরণ দিয়ে দরখাস্ত

প্রবন্ধ/রচনা
Previus
ভাব-সম্প্রসারণ
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম