পদ-প্রকরণ


পদ

বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে।

পদ প্রধাণত দু‘প্রকার।

যথা- ১. সব্যয় পদ ও

২. অব্যয় পদ।

সব্যয় পদ আবার চার প্রকার।

যেমন- বিশেষ্য,

বিশেষণ,

সর্বনাম,

ও ক্রিয়া।

সুতরাং পদ মোট পাঁচ প্রকার। যেমন-

১. বিশেষ্য

২. বিশেষণ

৩. সর্বনাম

৪. অব্যয়

৫. ক্রিয়া।

 বিশেষ্য পদ (বিস্তারিত)
Previus
ধাতু (বিস্তারিত)
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম