মোবাইল ফোন-অনুচ্ছেদ


মোবাইল ফোন

বর্তমান যুগ বিজ্ঞানের  জয়যাত্রার এক যুগান্থকারী যুগ। বিজ্ঞানের হাতেই নির্মিত হয়েছে আধুনিক সভ্যতার । আবিস্কৃত হয়েছে বিজ্ঞানে নতুন নতুন জগত। মোবাইল ফোন বিজ্ঞানের এমনই এক সাড়া জাগানো আবিষ্কার। বর্তমান সভ্য পৃথিবী মোবাইল ছাড়া কল্পনাই করা যায় না। আজ মানুষ পৃথিবীর একপ্রান্তে বসে অন্য প্রান্তের মানুষের সাথে কথা বলতে পারে মোবাইল ফোনের কল্যাণে। রেডিওতে শুধু গ্রাহক যন্ত্র থাকে। আর মোবাইলে প্রেরক এবং গ্রাহক উভয় যন্ত্রেরই সমন্বয় সাধিত হয়েছে। আজকাল মোবাইল শুধু কথা বলার জন্যই ব্যবহৃত হয় না। বিনোদনের বিশেষ এক মাধ্যমে পরিণত হয়েছে মোবাইল। কী নেই মোবাইলে! রেডিও, টিভি, ভিডিও চিত্র, ক্যামেরা, ঘড়ি, ক্যালকুলেটর, খেলাধুলা ও গেমস থেকে শুরু করে ইন্টারনেট সবকিছুই আজ পাওয়া যাচ্ছে মোবাইলে। উন্নত বিশ্বে কথা বলার পাশাপাশি পরস্পরের ছবিও দেখা যাচ্ছে। হাতের মুঠোয় রেখে কথা বলা হয় বলে বাঙ্গালিরা এর নাম রেখেছে মুঠোফোন। বিজ্ঞানের  আবিষ্কার এই মোবাইল যেন অকল্যাণকর কাজে ব্যবহার না হয় সে জন্য আমাদের সবাইকে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

বাংলা অনুচ্ছেদ “ধূমপানের কুফল”
Previus
শরীরচর্চা-অনুচ্ছেদ
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম