সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখ


সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে পত্র লেখ

উত্তরা, ঢাকা, ১২২৯ ১৩ই ফেব্রুয়ারী, ২০১৯ ইং

প্রিয় সিনথিয়া, একরাশ প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। গতকাল তোমার একখানা পত্র পেয়েছি। তুমি জানতে চেয়েছ, সম্প্রতি পড়া কোন বইটি আমার সবচেয়ে ভালো লেগেছে। এ সম্বন্ধে আমার মতামত তুলে ধরছি। সম্প্রতি পঠিত যে বইটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হলো তরুণ ঔপন্যাসিক আলী আকবর এর লেখা  ‘মুক্তিচাই’। বইটি ২০১৪ সালের বইমেলার বিক্রির দিক থেকে সেরা পাঁচে ছিল। প্রকাশের পর থেকেই বইটি নিয়ে চারদিকে আলোড়ন সৃষ্টি হয়।অনেক দেরিতে হলেও বইটি পড়ার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। বইটিতে সমকালীন বাস্তব চিত্র অত্যন্ত সুন্দরবাবে ফুটে উঠেছে, যা প্রতিটি সচেতন ব্যাক্তির হৃদয়ে দোলা দিতে সক্ষম। লেখক এতে কলেবর বৃদ্ধি বা প্রধান চরিত্র সৃষ্টির জন্য ব্যস্ত না হয়ে ঘটনা প্রবাহকেই গুরুত্ব দিয়েছেন। রাজনৈতিক পটভুমিতে লেখা এ বইটিতে স্বাধীনতার চেতনা, দাঙ্গা, নির্যাতন ইত্যাদি গুরুত্বের সাথে স্থান পেয়েছে। লেখক বইেিত সামাজিক সমস্যার নানা দিক তুলে ধরার পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট টেনে এনেছেন। একাত্তরের রণাঙ্গনের বর্ণনা দিতে গিয়ে লেখক রাজাকার আলবদর, আলশামস বাহিনীর বিভিন্ন কুকীর্তির কথা ও বর্তমান তাদের সামাজিক অবস্থারেন বিবরণ নিয়েছেন নিখুঁজ হাতে। উপন্যাসের প্রধান চরিত্র আনু মোল্লা ও তার স্ত্রী ফুরবানুর উপস্থিতি লক্ষ করা যায় প্রায় সকল প্রেক্ষাপটেই। তাঁদের সাংসারিক জীবনের সুখ-দুঃখের ও হাসি -আনন্দের বিভিন্ন উপাখ্যান স্থান পেয়েছে। এমনকি প্রেম-ভালোবাসার কোমল পরশেও বইটি যথেষ্ট লোভনীয় এবং আকর্ষনীয় মনে হয়েছে। বইটির পরতে পরতে কিছু দার্শনিক বক্তব্যও রয়েছে, যা সৃজনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তবে হিন্দু-মুসলিম দাঙ্গা বইটির কাহিনি রচনা কিছুটা বিঘেœর সৃষ্টি করেছে। সার্বিক বিচারে বলা যায় যে, শব্দ বিন্যাস , ভাষার মাধুর্য ও প্রকাশ ভঙ্গিতে বইটি এক অনন্য সৃষ্টি। বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বইটির ভুয়সী প্রসংসা করেছেন। তাই সময় করে বইটির পড়ার চেষ্টা কর। অনেক অজানা তথ্য জানতে পারবে। আমি ভালো আছি। তোমার আম্মুকে আমার সালাম দিও। ইতি তোমার বন্ধু সুরভী

[এখানে খাম আঁকতে হবে]
At a glange
Previus
শিক্ষাসফরে যাওয়ার জন্য আবেদন পত্র
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম