মজাপুকুর সংস্কারের জন্য আবেদন


মজাপুকুর সংস্কারের জন্য আবেদন

তারিখ: ১৩.০২.২০১৯ ইং বরাবর চেয়ারম্যান দাসপাড়া ইউনিয়ন পরিষদ রামগনজ, লক্ষ্মীপুর বিষয়: মজাপুকুর সংস্কারের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা লক্ষ্মীপুর জেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা। আমাদের গ্রামটি একটি বার্ধিষ্ণু ও জনবহুল গ্রাম। এ গ্রামের প্রায় তিন হাজার লোক বাস করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ গ্রামে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট বিরাজ করছে। গ্রামের প্রায় সবকটি নলকূপের পানি আর্সেনিকযুক্ত। মাত্রাতিরিক্ত আর্সেনিকযুক্ত পানি ব্যবহারের ফলে অনেকের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। সম্প্রতি জনস্বাস্থ্যে প্রকৌশল বিভাগ পরীক্ষা চালিয়ে অধিকাংশ নলকূপ লাল রং দিয়ে চিহ্নিত করেছে এবং এগুলোর পানি ব্যবহার অযোগ্য বলে ঘোষণা করেছে। কিন্তু দুঃখের বিষয়, বিশুদ্ধ পানির বিকল্প ব্যবস্থা না থাকায় অনেকে বাধ্য হয়ে এই দূষিত পানিই ব্যবহার করছে। গ্রামে যে দু-চারটি মজাপুকুর আছে, সেগুলোও আবর্জনা ও জঞ্জালে পরিপূর্ণ। এ অবস্থায় বিশুদ্ধ পানীয় জলের জন্য গ্রামবাসীকে এক কিলোমিটার দূরে পাশের গ্রামে যেতে হয়। ফলে গ্রামবাসীর দুঃখ-কষ্টের সীমা নেই। অজ্ঞতাবশত গ্রামের সাধারণ মানুষ আর্সেনিকযুক্ত পনি ব্যবহার করে জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে চলেছে। এ অবস্থায় বিশেষজ্ঞদের অভিমত, মজাপুকুরগুলো সংস্কার করা হলে বিদ্যমান পরিস্থিতির অনেকটাই উন্নতি ঘটবে। অতএব, বিনীত প্রার্থনা, পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে দাসপাড়া গ্রামের মজাপুকুরগুলো সংস্কার করার পদক্ষেপ গ্রহণ করুণ্ দাসপাড়া গ্রামবাসীকে মানবিক বিপর্যয় থেকে উদ্ধার করুন। নিবেদক দাসপাড়া গ্রামবাসীর পক্ষে গাজী সুরভী

দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্যের জন্য আবেদন।
Previus
অনুচ্ছেদ “বাল্যবিবাহ”
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম