সারাংশঃ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ................... প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।


মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ................... প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী । জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থক্যের কারণ – মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী । এই বিবেক, বুদ্ধি ও জ্ঞানই  নাই বলিয়াই আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিকৃষ্ট । জ্ঞান ও মনুষ্যত্বের উৎকৃষ্ঠ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্থাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে: পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না। মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বর বিকাশে । জ্ঞান ও মনুষ্যত্বই প্রকৃত বিকাশে জাতির জীবন জীবনে প্রতিষ্ঠা ও উন্নয়ন আনয়নে সক্ষম।

সারাংশঃ  বিবেক ও বুদ্ধির কারণে মানুষ সকল মানুষ প্রাণী অপেক্ষা শ্রেষ্ঠ । বিবেক বুদ্ধির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মনুষ্যত্ব দ্বারা মানুষ পৃথিবীকে করেছে সুন্দর ও কল্যাণময়। জ্ঞান ও মনুষ্যত্বর সঠিক বিকাশের মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় এবং জাতীয় জীবনে প্রতিষ্ঠা লাভ ও উন্নয়ন কার্যকর ভূমিকা পালনে সক্ষম হয়।

সারাংশঃ শ্রমকে শ্র্দ্ধার সঙ্গে গ্রহন কর .............................সাধিত হয় সংসারে কর্মক্ষেত্রে ।
Previus
সারাংশঃ মানুষের মূল্য কোথায় ? চরিত্র, মনুষ্যত্ব, .......................চরিত্রবান মানে এই।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম