সারাংশঃ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ..................বিধেয় নহে।


বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ..................বিধেয় নহে।

বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষা ও মূলৗবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোন লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তি যদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সব পরিত্যাগ করাই শ্রেয় । প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সাপের সস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বচে কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিওে বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুুদ্ধমানের কার্য নহে। সেইরুপে বিদ্যা আদরণীয় হইলে ও বিদ্যা লাভের নিমিও বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।

সারাংশঃ বিদ্যা মূল্যবান; কিন্তু চরিত্র তার চেয়ে ও মূল্যবান। চরিত্রহীন ব্যক্তি বিদ্বান হলে ও তার সঙ্গে পরিত্যাগ করা উচিত। বিষধর সাপের মাথার মণি নিতে যাওয়া যেমন বুদ্ধিমানের কাজ নয়; তেমনি জ্ঞান লাভের জন্য চরিত্রহীন বিদ্বানের নিকট যাওয়া উচিত নয়।

সারাংশঃ নিষ্ঠুর ও কছিন মুখ শয়তানের ........পরিবারের প্রতি প্রেম।
Previus
সারাংশঃ মানুষের সুন্দর মুখ দেখে আনন্দিত হয়ো না................... সম্ভব নয়।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম