সারাংশঃ জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার.................. লেখক আর সাহিত্যিকদের।


জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার.................. লেখক আর সাহিত্যিকদের।

জাতি শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার, দালানকোঠার সংখ্যাবৃদ্ধি কিংবা সামরিক শক্তির অপরাজেয়তার বড় হয় না, বড় হয় অন্তরের শক্তিতে, নৈতিক চেতনার, আর জীবন পণ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতার । জীবনের মূল্যবোধ ছাড়া জাতীয় সওার ভিত কখনো শক্ত আর দৃঢমূল হতে পারে না। মূল্যবোধ জীবনাশ্রয়ী হয়ে জাতির সর্বাঙ্গে ছড়িয়ে পড়লেই তবে জাতি অর্জনে করে মহত্ব আর মহৎ কর্মের যোগ্যতা। সবরকম মূল্যবোধের বৃহওম বাহন ভাষা, তথা মাতৃভাষা, আর তা ছড়িয়ে দেবার দায়িত্ব লেখক আর সাহিত্যিকদের।

সারাংশঃ জাতির অগ্রগতির মাপকাঠি বাইরের ঐশ্বর্য সম্ভার বা শক্তিতে নয়; বরং অন্তরের ঐশ্বর্যে । মনের এই ঐশ্বর্যের অন্য নাম সামাজিক মূল্যবোধ । তার প্রকাশ ঘটে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নৈতিক চেতনার। জাতির ভিওিকে দৃঢ করতে হলে এই মূল্যবোধের প্রসার ঘটাতে হবে। মাতৃভাষা মাধ্যমে সর্বত্র তা সঞ্চারিত করার দায়িত্ব লেখকদের।

সারাংশঃ প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে..................... উন্মেচিত হবে না।
Previus
সারাংশঃ স্বাধীন হবার জন্য যেমন সাধনার প্রয়োজন...............উপায় নেই।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম