সারাংশঃ ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের..............সম্ভাবনার পথ ।


ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের..............সম্ভাবনার পথ ।

ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এ সময় যে যেমন বীজ বপন করবে, ভবিষ্যৎ জীবনে সে সেইরুপ ফল ভোগ করবে। এসময় যদি আমরা নিষ্ঠার সাথে জ্ঞানের অনুশীলন করে যাই, তবে ভবিষ্যৎ সম্ভবনাময় হবে। আর যদি হেলার সময় কাটিয়ে দিই। তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। যে শিক্ষা জীবন ও জীবিকার পথে কল্যাণকর ; যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে, তা ই সর্বোৎকৃষ্ট শিক্ষা । ছাত্রদের জীবন গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের সুষ্ঠু পরিচালনা মধ্যে দিয়েই ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় সম্ভাবনার পথ ।

সারাংশঃ  ছাত্রজীবন জীবন গঠনের উওম সময়। এ সময় নিষ্ঠার সাথে জ্ঞান অর্জন করলে ভবিষ্যতের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়। সর্বোৎকৃষ্ঠ শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে তোলে। ছাত্রদের জীবন গঠন এবং সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ।

সারাংশঃ সময় ও স্রোত কাহার অপেক্ষায়...............আসিবে না।
Previus
সারাংশঃ প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে..................... উন্মেচিত হবে না।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম