সারাংশঃ আজকের দুনিয়াটা আর্শ্চযভাবে.......................................সিড়িঁটা না খুঁজলেই নয়


আজকের দুনিয়াটা আর্শ্চযভাবে...............................সিড়িঁটা না খুঁজলেই নয়

আজকের দুনিয়াটা আর্শ্চযভাবে অর্থের বা বিওের উপরে নির্ভরশীল । লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষহীন প্রচন্ড বেগে শুধুই আত্ম বিনাশের পথে এগিয়ে চলেছে: মানুষ যদি এই মৃঢতাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়ত এসে পৌছেছে, যেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই। এবার উঠবার সিড়িঁটা না খুঁজলেই নয়।

সারাংশঃ আজকের বিশ্বে মানুষ অন্ধভাবে অর্থ বিওের পেছনে ছুটছে । এতে আমাদের আত্মবিকাশের পথ রুদ্ধ হচ্ছে; লোপ পাচ্ছে মনুষ্যত্ববোধ। এ অবস্থা থেকে আমাদের অবশ্যই উওরণের পথ না খুঁজলেই নয়।

Articles Practice with Answer,Part-01
Previus
সারাংশঃ শ্রমকে শ্র্দ্ধার সঙ্গে গ্রহন কর .............................সাধিত হয় সংসারে কর্মক্ষেত্রে ।
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম