সারাংশঃ অতীতের ভুলে যাও ..........আর শুধু করে দৈনিক জীবন নিয়ে বাচঁতে।


অতীতের ভুলে যাও ..........আর শুধু করে দৈনিক জীবন নিয়ে বাচঁতে ।

অতীতের ভুলে যাও। অতীতের দুশ্চিন্তার ভার অতীতকেই নিতে হবে। অতীতের কথা ভেবে অনেক বোকাই মরেছে। আগামীকালের বোঝা অতীতের বোঝার সঙ্গে মিলে আজকের বোঝা সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়্ ভবিষ্যতে অতীতের মতো দৃঢভাবে দূরে সরিয়ে দাও। আজই তো ভবিষ্যৎ, কাল বলে কিছু নেই। মানুষের মুক্তির দিন তো আজই । আজই ভবিষ্যতের কথা যে ভাবতে বসে সে ভোগে শক্তিহীনতায়, মানসিক দুশ্চিন্তায় ও স্নায়ুবিক দুর্বলতায় । অতএব, অতীতের এবং ভবিষ্যতের দরজায় আগল লাগাও – আর শুধু করে দৈনিক জীবন নিয়ে বাচঁতে ।

সারাংশঃ অতীত ও ভবিষ্যতের কথা ভেবে যারা জীবন কাটায়, তারা নির্বোধ ; তারা নানা দুশ্চিন্তায় ভোগে। বর্তমানকেই আমাদের কাজে লাগাতে হবে। বর্তমানের মাঝেই রয়েছে মানুষের সমৃদ্ধি ও মুক্তি । তাই অতীত ও ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকেই সর্বাধিক গুরুত্ব দেয়া উচিত।

বাংলা সারাংশঃ মাতৃস্নেহের তুলনা নাই.................ভীরুকে রক্ষা করিতে ব্যাপ্ত হয়
Previus
বাংলা রচনাঃ বাংলাদেশের কুটির শিল্প
Next

Share This Post


Suggestion or Complain

সংবাদ শিরোনাম